জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-
ولا تُبْطِلُوا أَعْمَالَكُمْ} [محمد: 33]
তোমরা তোমাদের আমলকে বাতিল করিওনা।
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ} [المائدة: 1]
হে ইমানদারগন তোমরা তোমাদের ওয়াদা,চুক্তি সঠিকভাবে সম্পাদন করো,পূরন করো।
,
قال الحصکفی : (والشارع فی نفل لا یقطع مطلقا) ویتمہ رکعتین (وکذا سنة الظہر) ( الدر المختار مع رد المحتار : ۵۳/۲، باب ادراک الفریضة ، ط: دار الفکر، بیروت )
নফল নামাজ শুরু করলে সেটা দুই রাকাত পূর্ণ করবে,,,।
বিস্তারিত জানুনঃ-
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
নফল নামাজ শুরু করার পর তাহা ভেঙ্গে ফেললে সেক্ষেত্রে তাহা পূর্ণ করা ওয়াজিব হয়ে যায়।
তবে শুধুমাত্র নফল নামাজের নিয়তের দ্বারা সেটি আদায় করা আবশ্যক হয়ে যায়না।
আর নফল আদায় না হলে সেটির কাজা আদায়ের কোনো নিয়ম নেই।
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে উক্ত তাহাজ্জুদ এর সালাতের কোনো কাজা আদায় করতে হবেনা। পরবর্তীতে সতর্ক থাকবেন,যাতে তাহাজ্জুদ নামাজ মিস না যায়।
ঘুমের কারনে জাগতে না পারলে সেক্ষেত্রে ঈশার সালাতের পর বিতরের আগে তাহাজ্জুদের নিয়তে নফল নামাজ আদায় করে নিবেন।
আরো জানুনঃ-