আসসালামু আলাইকুম,
আমি সিএসই থেকে পাশ করে বের হয়েছি। চেষ্টা করলে জব হবে, নিজের খাওয়া পরার জন্য যথেষ্ট হবে। কিন্তু আমি নন মাহরামের সাথে যেনো কোনোরকম ভাবে যেনো কথা না বলা লাগে সেই চেষ্টা করি,তাই জবের জন্য চেষ্টা করছিনা, কিন্তু বিয়ের জন্যও ফ্যামিলি থেকে ওরকম দ্বীনদার কাউকে পাচ্ছেনা পরিচিত সার্কেলে এমন নেই দেখে।
এদিকে আমার বাবা সারাজীবন ব্যাংকে জব করেছেন, এখন রিটায়ার্ড। উনার সকল উপার্জনই সুদের বলা যায়, বেতন তো ব্যাংক থেকেই পেয়েছেন, আবার জমাও রেখেছেন ব্যাংকে।
আমার জন্য কি এখন জব করা ফরজ? নাকি উপযুক্ত পাত্র না পাওয়া পর্যন্ত উনার ইনকাম খাওয়া গুনাহ হবেনা আমার?