আসসালামু আলাইকুম।
পরিবারে যিনি আয় করেন তার ইনকাম সোর্স যদি হারাম হয়,অর্থাৎ সে খারাপভাবে টাকা উপার্জন করে তা পরিবারের কেউ জানে না। পরিবারের মানুষ ভাবে হালালভাবে টাকা উপার্জন করছে, কিন্তু মূলত টাকা হারাম ভাবে উপার্জন করা হচ্ছে। পরিবারের মানুষ সত্যটা জানতে পারে এবং যিনি উপার্জন করতেন তাকে জিজ্ঞেস করলে তিনি মিথ্যা বলেন যে, এগুলো মিথ্যা আমি হালাল ভাবেই উপার্জন করি।
পরিবারের মানুষ আগে না বুঝে, না জেনে ওই হারাম টাকার দিয়ে চলেছে, খেয়েছে, কেনাকাটা করেছে তাহলে তারা যা যা করেছে সব হারাম টাকা দিয়ে। এতে কি পরিবারের মানুষেরও গুনাহ হবে? পরিবারের মানুষের আগে না জেনে হারাম টাকা ব্যবহার করেছে সেজন্য এখন তাদের কি করা উচিত? এরজন্য কোনো কাফফারা বা কিছু করতে হবে?