আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
193 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (3 points)
আসসালামু আলাইকুম।
একজনের সাথে সহজ শর্তে (তার উপকারের উদ্দেশ্যে মেইনলি) রিকশা বিজনেস করার ব্যাপারে কিছু জিজ্ঞাসা।
একজনকে রিকশা কিনে দিলাম।এবং চুক্তি থাকবে প্রতি মাসে নির্দিষ্ট এমাউন্ট (খুবই নামমাত্রে) দিবে। এটা কি সুদ এর মধ্যে পরবে?
আর রিক্সার মেইন্টেনেন্স ফি কিভাবে ভাগ করা উচিত। পুরোটাই কি নিজেকে বহন করতে হবে? নাকি দুজন মিলে করা যাবে।
জাযাকাল্লাহ।

1 Answer

0 votes
by (573,870 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
 بسم الله الرحمن الرحيم 

প্রথমেই জানা প্রয়োজন সূদ (রিবা) কি? সূদ (রিবা) কাকে বলে? আরবী ‘রিবা’ শব্দের আভিধানিক অর্থ হ’ল বৃদ্ধি, অতিরিক্ত, প্রবৃদ্ধি ইত্যাদি। অবশ্য এর অর্থ এই নয় যে, ইসলামে সব ধরনের বৃদ্ধি বা প্রবৃদ্ধিকে হারাম বা নিষিদ্ধ গণ্য করা হয়েছে। 

শরী’আতে রিবা বলতে ঐ অর্থকে বোঝায়, যা ঋণের শর্ত হিসাবে মেয়াদ শেষে ঋণগ্রহীতা মূল অর্থসহ অতিরিক্ত অর্থ ঋণদাতাকে পরিশোধ করতে বাধ্য হয়।

কুরআনে কারীমে ইরশাদ হচ্ছে-

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ [٢:٢٧٨] 

হে ঈমানদারগণ,তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যে সমস্ত বকেয়া আছে,তা পরিত্যাগ কর,যদি তোমরা ঈমানদার হয়ে থাক। [সূরা বাকারা-২৭৮] 

আরো জানুনঃ 
,
★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই বোন,
সূদ হয় টাকার বিনিময়ে টাকা নিলে,সেই কম বেশি সূদ হিসেবে গন্য হয়।
তাই প্রশ্নে উল্লেখিত ছুরত কোনোভাবেই সুদ নয়।
,
এটি একটি ভাড়া চুক্তি।
আপনি রিকশাটি তার কাছে এই মর্মে ভাড়া দিয়েছেন যে প্রতিদিন বা প্রতিমাসে এত টাকা করে ভাড়া দিবে।
এটি সম্পুর্ন ভাবে জায়েজ।
তবে এক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে।
(০১) তার (রিকশা চালক এর)  উপর যেনো জুলুম না হয়,সেই দিক খেয়াল করে যেকোনো এমাউন্ট নির্ধারন করা যাবে।
রিক্সার মেইন্টেনেন্স ফি উভয়ের সম্মতিক্রমেই নির্ধারন করবে।
কারো উপর যেনো জুলুম না হয়।

আল্লাহ তা'আলা বলেনঃ

ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍْ ﻻَ ﺗَﺄْﻛُﻠُﻮﺍْ ﺃَﻣْﻮَﺍﻟَﻜُﻢْ ﺑَﻴْﻨَﻜُﻢْ ﺑِﺎﻟْﺒَﺎﻃِﻞِ ﺇِﻻَّ ﺃَﻥ ﺗَﻜُﻮﻥَ ﺗِﺠَﺎﺭَﺓً ﻋَﻦ ﺗَﺮَﺍﺽٍ ﻣِّﻨﻜُﻢْ ﻭَﻻَ ﺗَﻘْﺘُﻠُﻮﺍْ ﺃَﻧﻔُﺴَﻜُﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﻛَﺎﻥَ ﺑِﻜُﻢْ ﺭَﺣِﻴﻤًﺎ

তরজমাঃ-হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু।(সূরা নিসা(২৯)

আরো জানুনঃ 
,
(০২) ভাড়ার পরিমাণ অবশ্যই নির্দিষ্ট হতে হবে।
সেটি পার্সেন্ট আকারেই হোক,বা নির্দিষ্ট এমাউন্ট হোক।তবে উভয়ের সন্তুষ্টি চিত্তেই এটি নির্ধারন করতে হবে।
,   
 (০৩) যে রিকশা ভাড়া হবে এর সকল সুবিধা-অসুবিধা ও সংশ্লিষ্ট বিষয়াবলী ভাড়াটে (রিকশা চালক) কে সুস্পষ্টভাবে অবগত করতে হবে।
,
(০৪) রিকশার যাবতীয় সমস্যা ক্ষেত্রে খরচ কে বহন করবে,সেটি নির্ধারন করতে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...