আমার দাদা মারা গিয়েছেন যখন আমার বাবা চাচারা ছোট ছিলেন। দাদা ৪ ছেলে ১ মেয়ে এবং স্ত্রী রেখে মারা গিয়েছেন। এখনও সম্পত্তি বন্টন হয়নি।বর্তমানে আমার দাদি, উনার ৩ ছেলে এবং ১ মেয়ে জীবিত আছেন।১ ছেলে মারা গিয়েছেন,উনার শুধু ১ টা মেয়ে আছে আর স্ত্রীর অন্যত্র বিয়ে হয়ে গিয়েছে। শুনতে পেয়েছি আমার চাচা জীবিত থাকাকালীন একবার সম্পত্তির দলিল বের করেছিলেন,,তখন নাকি কিছু কাজ করেছিলেন,,যেখানে ৫ ভাইবোনের নামে সমান ভাগে বন্টন হবে এটা উল্লিখিত আছে। আমার দাদিকে যতটুকু সম্পত্তি দিয়েছিলেন উনি বিক্রি করে ফেলেছিলেন অনেক আগেই।
প্রশ্ন হলো:
১)আমার চাচা যে মারা গিয়েছেন উনার সম্পত্তি টা কীভাবে কার কার মাঝে বন্টন হবে?আমার দাদি কতটুকু পাবেন? উনার মেয়ে কতটুকু? আর ভাইবোনেরা?
২)আমার দাদির যদি কোনো প্রাপ্য সম্পত্তি থেকে থাকে, ওটা কাদের মাঝে বন্টন হবে? ফুফুকে সব দিয়ে দেয়ার সম্ভাবনা আছে,এটা কতটুকু যৌক্তিক?
৩)আমার ফুফুকে সমান ভাগ দেয়ায় এটা কি ছেলেদের উপর জুলুম হচ্ছে?এতে আমার দাদির কি গুনাহ হবে?
৪)যদি আগে সম্পত্তি বন্টন না হয়ে থাকে,তাহলে কি আমার মৃত চাচার নামে কোনো ভাগ আসবে? উনার মেয়ে পাবে কি??আর পেলে কতটুকু?