আসসালামু আলাইকুম শায়েখ
আমি ছয়-সাত মাস হলো বিয়ে করেছি। কিন্তু আমার মা কথায় কথায় বউকে কথা শোনায়, দোষ ধরে, খাওয়ার সময় কম কম টা দেয় , বউয়ের ভালো টা দেখতে পারে না। এদিকে আমি মা কে কিছু বললে মা তেলে বেগুনে জ্বলে ওঠে। আমি বিয়ের আগে থেকে জেনারেল লাইনের পড়া কমায় দিয়ে ইসলামের পথে পড়াশুনা করার চেষ্টা করছি, আমার ধ্যান ধারণা উম্মাহ কেন্দ্রিক করার চেষ্টা করছি, স্বপ্ন একজন আলেম হওয়ার। কিন্তু এখন দেখতেছি মা আমার উপর অনেক নারাজ, কিছু না বলতেই অনেক কষ্ট পায়, কান্নাকাটি করে, অভিমান করে। মা সন্তুষ্ট না থাকলে তো আলেম হয়েও লাভ নেই , আমার সব আমল‌ তো ভেস্তে যাবে। এদিকে অল্প কিছু প্রতিবাদ না করলেও বউয়ের উপর জুলুম হয়ে যায়। মা কষ্ট দিলেও বউ কোনো প্রতিবাদ করে না, মুখ বুঝে সয়ে যায় কিন্তু পরে আমার কাছে কান্নাকাটি করে কষ্টে। এমতাবস্থায় আমার কি করণীয়? মা অসন্তোষ থাকলে ইসলামের পড়া শুনা করতেও আর ইচ্ছে করে না হতাশ‌ লাগে যে এসব পড়াশুনা করে কি হবে! আসল জায়গা তেই তো আমি ব্যালেন্স করতে পারছি না।