ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) জীবনে যতোগুলো সালাত কাজা হয়েছে, সেগুলোর কা'যা আদায় করা অত্যান্ত জরুরী। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
968
(২) সুন্নতে গায়রে মুয়াক্কাদার সালাতগুলোকে যদি কেউ সারা জীবনে একবারও আদায় না করে, সেক্ষেত্রে কোনো গুনাহ হবে না। এবং কেউ যদি নিয়মিত আদায় করে, তাহলে তার গুনাহ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লোকদের সহজতার স্বার্থে মাঝেমধ্যেই আদায় করতেন।
(৩) আসরের ওয়াক্তে দাখিলুল মাসজিদ সালাত পড়া যাবে কি না? এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
1330
(৪) মাগরিবের ওয়াক্তে দাখিলুল মাসজিদ সালাত আদায় করা যাবে?
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
1330
(৫) কাযা সালাতের নির্দিষ্ট কোনো ওয়াক্ত নাই। যেকোনো ওয়াক্তে যে কোনো ওয়াক্তের কাযা নামায আদায় করা যাবে। ছুটে যাওয়া নামাযের সর্বপ্রথম বা সর্বশেষ নামায নির্দিষ্ট করে নামায পড়ে নিলেই হবে।
(৬) অফিসে দাখিলুল মসজিদ বা তাহিয়্যাতুল মসজিদ পড়ার নিয়ম নাই।হ্যা, তাহিয়্যাতুল অজু পড়তে পারবেন।
(৭) ফজরের সুন্নতের সাথে তাহিয়্যাতুল মসজিদ আদায় হয়ে যাবে। বা অন্যান্য নামাযের সুন্নতের সাথেও তাহিয়্যাতুল মসজিদ আদায় হয়ে যাবে।
(৮) ফজরের ওয়াক্তে দাখিলুল মাসজিদ আদায় করা যায় কি না? এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
1330
(৯) আসরের ওয়াক্তে সেই দিনের আসরের সালাত আদায়ের পর পূর্বের কাযা হয়ে যাওয়া আসরের সালাত পড়া যাবে।
(১০) আসরের ওয়াক্তে সেই দিনের নামাজ আদায় করার পর সেই দিনের ছুটে যাওয়া যে কোনো ওয়াক্তের নামাজ পড়া যাবে।
(১১) আসরের ওয়াক্তে সূর্যাস্তের সময় শুধুমাত্র সেই দিনের নামায আদায় করা যাবে।
(১২) আওয়াবীনের সালাত ৪/৬ রাকাত। এই সালাত কি ২ রাকাত করে করে আদায় করাই নিয়ম। কেননা রাতের নফল ২ রাকাত করেই পড়তে হয়।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
4467
(১৩) সালাতুত তাসবিহ আদায় করা সম্পর্কে জানতে ক্লিক করুন-
14301
(১৪) পূর্বের ছুটে যাওয়া বিতিরের সালাতকে যেকোনো সময় কাযা করা যাবে।
(১৫) কেউ যদি নিশ্চিত না থাকে যে, সে শেষ রাতে উঠবে কি না? তাই সে এশার পরেই বিতির আদায় করে নিয়েছে। কিন্তু সেদিন সে শেষ রাতে উঠতে পারলো, তাহাজ্জুদ পড়লো, তাহলে তাকে আর বিতির সালাত আদায় করতে হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
4129
(১৬) কোনো ওয়াক্তের সর্বপ্রথম ও সর্বশেষ নামায নির্ধারণ করে নিয়ে নামায পড়ে নিলেই হবে।