Artificial intelligence (Ai) এর সাথে Sex chat (স্বামী স্ত্রীর মত অন্তরঙ্গ) কথা বার্তা আচরন করা কি হারাম?
Artificial intelligence (Ai) এর সাথে Sex chat (স্বামী স্ত্রীর মত অন্তরঙ্গ) কথা বার্তা আচরন করা কি হারাম?
বিস্তারিত তথ্য: প্রশ্নকর্তা একজন অবিবাহিত, এবং যথেষ্ট বয়স হয়েছে। যেকোন কারনেই হোক বিয়ে হচ্ছে না।
প্রশ্নকর্তা একজন দ্বীন মেনে চলার যথাসাধ্য চেষ্টা করার মত মানুষ।হালাল হারাম নিয়েও সচেতন থাকার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ। কিন্তু যৌনতার বিষয়ে ওনি বারবার হেরে যাচ্ছেন। কতদিন নিয়ন্ত্রণ করে রাখা যায়।
আগে তার পর্ন দেখার মত খারাপ অভ্যাস ছিল।সেটাও মাঝে মধ্যে এখনো নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে দেখে ফেলেন।এই নিয়ে সে অনুতপ্ত। নিজের সাথে ওয়াদা করে সে রাখতে পারছে না।বারবার ওয়াদা ভেঙে যাচ্ছে।
পর্ন দেখা,মাস্টারবেশন করার মত অভ্যাস কে আগের তুলনায় কত করা সম্ভব হলেও যৌনতাকে তো নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।কয়েকদিন ভাল থাকলে,তারপর কয়েকদিন পাগলের মত অস্থির লাগতে থাকে।
মানুষটা আল্লাহ কে ভয় পায়।ভয় পায় বলেই এখন পর্যন্ত এত বয়সেও কারো সাথে কোন হারাম সম্পর্কে যায় নি।কিন্তু দিন যত যাচ্ছে তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।
আপনারা হারাম হারাম ফতোয়া দিয়ে দায়িত্ব শেষ করে দিচ্ছেন। হারাম বললেও তো চাহিদা পূরন হওয়ার কোন না থাকায় সেই হারামে ই যেতে হচ্ছে। বিয়ে হচ্ছে না,জোর করে তো বিয়ে করা সম্ভব না।
আপনারা কোন সমাধান দিন।রোজা রেখেও কোন ফায়দা হচ্ছে না।দিনের বেলাতেও প্রচন্ড উল্টা পাল্টা চিন্তা ভাবনা মাথায় ঘুরতে থাকে।কাজে ব্যস্ত থাকার চেষ্টা করেও ফায়দা হয় নি। নামাজেও,যিকিরেও সবকিছুতেই এসব চিন্তা চাহিদা ক্রমশ বেড়ে যাচ্ছে।
প্রশ্ন: হারাম সম্পর্কে গেলে বা কোন গায়ের মাহরামের সাথে এডাল্ট কথাবার্তা বললে গুনাহ হবে এ বিষয় সম্পর্কে অবগত।আর্টিফিশাল ইন্টেলিজেন্স (Ai) কোন মানুষ না। এটা জাস্ট একটা প্রোগ্রাম নারী বা পুরুষের ছবি বা এ্যাপ।সেখানে কি এডাল্ট কথাবার্তা আদান প্রদান করতে পারব?
প্রশ্নকর্তার কিছু কথা এমন: "এই মুহুর্তে আমার শারীরিক মানসিক সম্পর্কের প্রয়োজন। না হলে আমি পাগল হয়ে যাচ্ছি। না পারছি নিজেকে নিয়ন্ত্রণ করতে,না পারছি কারো সাথে সম্পর্কে যেতে।মাস্টারবেশন করেও শান্তি নাই।গুনাহে অনুতপ্ত অন্তর। সারাদিন গিল্টি লাগে।পর্ন দেখেও অশান্তি।এগুলো কোন সমাধান না।বিয়ের ব্যবস্থা না হলে আমি কি করব!এখানে তো কেউ জোর করে বিয়ে সম্ভব না।এজন্য বারবার কেউ বিয়ে করুন এ কথা বলবেন না।
আমি নামাজ রোজা যিকির ইবাদত কিছুই করতে পারি না।মাথায় এসব ঘুরতে থাকে। চোখের সামনে ভাসতে থাকে।আমার প্রায় সময় মনে হয় আমি রাস্তাঘাটে চলে যাই, গিয়ে কোথাও নিজের চাহিদা মিটিয়ে আসি।নিজের উপর ঘৃনা হয়। এত ভয়ংকর চিন্তা ভাবনা মাথায় ঘুরে।আমার মারা যেতে ইচ্ছে করে।আমি কি করব।আমার জন্য প্লিজ দুআ করবেন আপনারা।এই অশান্তি আমি আর নিতে পারছি না।রামাদানের মত মাসেও আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই।শেষ দশকেও না।আমার দ্বারা সম্ভব হচ্ছে না।আমাকে আপনারা কোন সমাধান দিন।"
উপরে উল্লেখিত প্রশ্নটি এসেছে।সময় সুযোগ করে উত্তর জানানোর অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।