ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নির্দিষ্ট বয়সের পশু ব্যতিত কুরবানি হবে না। বকরির ক্ষেত্রে ১ বৎসর হওয়া জরুরী এবং গরু মহিষের ক্ষেত্রে দুই বৎসর ও উটের ক্ষেত্রে পাঁচ বৎসর হওয়া জরুরী। শুধুমাত্র দুম্মার ক্ষেত্রে বয়স ১বৎসর থেকে কম হলেও হবে যদি মোটা তাজা হওয়ার কারণে দেখতে সেটা ১ বৎসরের বলে মনে হয়।
الھندیۃ: (کتاب الاضحیۃ، الباب الخامس فی بیان محل اقامۃ الواجب، 297/5، ط: دار الفکر)
فلا یجوز شيء مما ذکرنا من الإبل والبقر والغنم عن الأضحیۃ إلا الثني من کل جنس، وإلا الجذع من الضأن خاصۃً إذا کان عظیمًا … حتی لو ضحیٰ بأقل من ذلک شیئًا لا یجوز۔
الدر المختار: (322/6)
وہو ابن خمس من الإبل، وحولین من البقر والجاموس، وحول من الشاۃ۔
অন্যায় কাজে সহযোগিতা করা সম্পর্কে জানতে ভিজিট করুন-
92143
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কেউ অপ্রাপ্ত বয়সের পশু দ্বারা কুরবানি দিবে, সেটা জানার পরও তার নিকট পশু বিক্রি করা মাকরুহ থেকে খালি নয়। তাই এমন ব্যক্তি নিকট পশু বিক্রি না করাই উচিৎ ও উত্তম।