আসসালামু আলাইকুম,
সম্মানিত শায়েখ,
এক ব্যাক্তির উপর হজ্জ ফরজ হয়েছিলো। তিনি তার বোনের কাছ থেকে ঋন নিয়ে হজ্জ আদায় করেন এবং তার শেয়ার বাজারে বিনিয়োগকৃত অর্থ থেকে এই ঋন পরিশোধের সংকল্প করেন। কিন্তু শেয়ারের দাম অনেক কমে যাওয়ায় তিনি এখনো ঋন পরিশোধ করতে পারেন নি।
এমতাবস্থায় এই ঋনের টাকার যাকাত কে আদায় করবেন? তিনি নাকি তার বোন?
যদি শুধু তার বোনকেই এই টাকার যাকাত আদায় করতে হয় তাহলে তিনি তার বোনকে এই যাকাতের টাকাটা দিয়ে দিয়ে তাকে যাকাত আদায়ে সহায়তা করাটা কি উত্তম হবে?
উল্লেখ্যঃ তারা উভয়েই এই টাকার যাকাত আদায়ের সক্ষমতা রাখেন।