জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শিশু বালেগ হওয়ার আগ পর্যন্ত তার ওপর শরীয়তের কোনো বিধান চাপানো যাবে না।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
رفع القلم عن ثلاثة: عن الصغير حتى يبلغ، وعن النائم حتى يستيقظ، وعن المجنون حتى يفيق
তিন ব্যক্তির উপর থেকে (দায়িত্বের) কলম উঠিয়ে নেয়া হয়েছে, (১) ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়া পর্যন্ত (২) শিশু বালেগ হওয়া পর্যন্ত এবং (৩) পাগল বিবেকবুদ্ধি ফিরে পাওয়া পর্যন্ত। (আবু দাউদ ৪৪০৩ তিরমিযী ১৪২৩ নাসাঈ ৩৪৩২ ইবনে মাজাহ ২০৪১)
,
আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. বলেছেন,
لا تجب في مال اليتيم زكاة حتى تجب عليه الصلاة ইয়াতিমের ওপর নামাজ ফরয হওয়ার আগ পর্যন্ত যাকাত ফরয নয়। (আলআমওয়াল ৩/৯৯)
সাহাবী আলী রাযি. আব্দুল্লাহ ইবন মাসঊদ রাযি. আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. এর এক ফতওয়া মতে নাবালেগ শিশু-কিশোরের ওপর যাকাত ফরয নয়। (সহিহ বুখারীর ব্যাখ্যাগ্রন্থ উমদাতুল কারী ৮/২৩৭)
,
ইয়াতিম যদি নেসাব পরিমান সম্পদের মালিক হয়,তাহলে তার উপরে যাকাত ফরজ হবে।
তবে নাবালেগ হলে যাকাত ফরজ হবেনা।
বালেগ হলে তার উপর যাকাত ফরজ হবে।
,
★তবে ইমাম শাফেয়ী রহঃ সহ অনেক ইসলামী স্কলারদের মতে নাবালেগ যদি নেসাবের মালিক হয়,তাহলে তার উপর যাকাত ফরজ হবে।
সুতরাং তাদের মতানুসারী গন সেই মত অনুযায়ী আমল করতে পারবেন।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
(০১)
প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি আপনার মালিকানায় কোনো রুপা না থাকে,দৈনন্দিন প্রয়োজন অতিরিক্ত ১০ টাকাও না থাকে,সেক্ষেত্রে আপনার উপর যাকাত ফরজ হবেনা।
(০২)
নাবালেগ মেয়ের স্বর্নের যাকাত আপনার উপর বর্তাবেনা।
আপনার মেয়ে যেহেতু নেসাব পরিমান স্বর্নের মালিক হয়েছে,সুতরাং তার যাকাত সে বালেগাহ হওয়ার পর সে নিজে আদায় করবে।