আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
215 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (9 points)
আমার আব্বু মারা গেছেন,, তো আমাদের যতটুকু সম্পদ আছে তার বেশির ভাগই আমার ভাই পাবে, সে নাবালক। ইয়াতিমের যদি নেসাব পরিমান সম্পদ থাকে তাহলে কি যাকাত দিতে হবে??
 চাষের জমির ওপর কি যাকাত দিতে হবে,,ঐ জমি থেকে শুধু খাওয়ার চাল পাওয়া যায় ??

1 Answer

0 votes
by (672,240 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


(০১)
শিশু বালেগ হওয়ার আগ পর্যন্ত তার ওপর শরীয়তের কোনো বিধান চাপানো যাবে না।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
رفع القلم عن ثلاثة: عن الصغير حتى يبلغ، وعن النائم حتى يستيقظ، وعن المجنون حتى يفيق

তিন ব্যক্তির উপর থেকে (দায়িত্বের) কলম উঠিয়ে নেয়া  হয়েছে, (১) ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়া পর্যন্ত (২) শিশু বালেগ হওয়া পর্যন্ত এবং (৩) পাগল বিবেকবুদ্ধি ফিরে পাওয়া পর্যন্ত। (আবু দাউদ ৪৪০৩ তিরমিযী ১৪২৩ নাসাঈ ৩৪৩২ ইবনে মাজাহ ২০৪১)

★সুতরাং বালেগ হওয়ার আগ পর্যন্ত আপনার ভাইয়ের উপর যাকাত ফরজ হবেনা।
তবে সে বালেগ হলে তার উপরে যাকাত ফরজ হবে।
,
 
আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. বলেছেন,
 لا تجب في مال اليتيم زكاة حتى تجب عليه الصلاة ইয়াতিমের ওপর নামাজ ফরয হওয়ার আগ পর্যন্ত যাকাত ফরয নয়। (আলআমওয়াল ৩/৯৯)

সাহাবী আলী রাযি. আব্দুল্লাহ ইবন মাসঊদ রাযি. আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. এর এক ফতওয়া মতে নাবালেগ শিশু-কিশোরের ওপর যাকাত ফরয নয়। (সহিহ বুখারীর ব্যাখ্যাগ্রন্থ উমদাতুল কারী ৮/২৩৭)
,
ইয়াতিম যদি নেসাব পরিমান সম্পদের মালিক হয়,তাহলে তার উপরে যাকাত ফরজ হবে।
তবে নাবালেগ হলে যাকাত ফরজ হবেনা।
বালেগ হলে তার উপর যাকাত ফরজ হবে।
,
★তবে ইমাম শাফেয়ী রহঃ সহ অনেক ইসলামী স্কলারদের মতে নাবালেগ যদি নেসাবের মালিক হয়,তাহলে তার উপর যাকাত ফরজ হবে।
সুতরাং তাদের মতানুসারী গন সেই মত অনুযায়ী আমল করতে পারবেন।              
,
(০২)
না,সেই জমির উপর যাকাত ফরজ হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (9 points)
এখানে বালেগ বলতে কি নিজে রোজগার করার উপযুক্ততা বুঝাচ্ছে নাকি যখন থেকে নামাজ পড়া ফরজ হওয়া বুঝায়??

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...