আসসালামু আলাইকুম । প্লিজ দ্রুত রিপ্লে দিন।
প্রায় ২-৩ মাস যাবত প্রিয়ড হয় না আর এম্নিও প্রিয়ডে সমস্যা ২০২০ সাল এর পর থেকে । রোজার আগে দেখা যেত যোহর টাইমে ১ ফোটা এর চেয়েও কম ব্লাড স্রাব / গোলাপী পানি দেখতাম। ত অনেক দিন ওয়াস ওয়াসার জন্যে নামাজ ও বাদ হয়ছে। এর পর থেকে আর পাত্তা দেয়নি ত সম্পূর্ন রোজায় যেটা হয়ছে শুধু মাত্র ইফতারের পরে ১ ফোটা বা তার কম কালচে স্রাব বা ব্লাড দেখেছি । আর ইন্টিমেট হবার সময় ও পুরান রক্ত দেখা যায় খুবই কম। ত এই অবস্থায় নামাজ রোজা ইবাদত সব করে যাচ্ছি। এখন শুধু ওয়াস ওয়াসা হয় যে নামাজ কি হচ্ছে! রোজা কি হচ্ছে?
৯০% শিউর এটা প্রিয়ডের ব্লিডিং। ইনফেকশন ও আছে। আর এর আগেও ডক্টর বলছে এটা অস্বাভাবিক। আর এটাও কিছুটা শিউর যে ব্লাড টা ইন্টিমেট হওয়ার স্থান থেকেই আসতে পারে। আল্লাহ ই ভালো জানেন। আরেকটা কথা সেহরির পর বা রোজা অবস্থায় কখনোই ব্লাড দেখেনি। এখন এই অবস্থায় সে কি করবে সে কি এগুলা কে ইস্তেহাযা ধরে সে নিয়ম পালন করবে? নাকি এটা অস্বাভাবিক ব্লিডিং / প্রিয়ড না ভেবে সতর্কতার সাথে সব রোজা ইবাদত করে যাবে!! আমক কোন হিসাব রাখেনি যেহেতু অনেক দিন যাবত আমার এই সমস্যা।
বাকি আছে ৫ টা রোজা, ইস্তেহাযা ধরলে কি বাকি রোজা রাখবোনা!?
ওয়াসওয়াসা অনুসূচনা এসব এ ইবাদত করেও একটা ভয় থেকে যাচ্ছে।