আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত মুফতি সাহেব, আমি এক পরিচিত ব্যাক্তিকে গরু/ছাগল পালতে দিতে চাচ্ছি। এখন গরু/ছাগল কিনা বাবদ উক্ত টাকা অর্ধেক অর্ধেক করে আমরা দুজনেই দিব । আমাদের মাঝে গরু/ছাগল পালনের খরচ বাবদ সবকিছু সমান দুই ভাগ হবে। কিন্তু যিনি পালন করবেন তিনি লাভ/লস এর ৫২% পাবেন আর আমি ৪৮% পাব। আর কষ্ট করে লালন পালন করার জন্য যিনি পালন করবেন তাকে বছরে ১ হাজার টাকা দিতে চাচ্ছি। কারন তিনি সময় দিতে পারবেন আর আমি পারব না।
গরু/ছাগল কিনা বাবদ যে টাকা ওনি দিবেন সেটা আপাতত ওনাকে দিতে হবে ধার হিসাবে,কারন আপাতত ওনার কাছে টাকা নাই।গরু/ছাগল বিক্রি করে আমাকে ধারের টাকা দিয়ে দিবেন।আর যদি লস হয় কোন কারনে তাহলে টাকাটা ওনার কাছ থেকে আমি আর নিব না,আমার কোন দাবী থাকবে না ওই টাকার প্রতি।
উক্ত পদ্ধতি ঠিক আছে কি না,যদি না থাকে তাহলে সঠিক টা জানাবেন দয়া করে।