সামাজিক মাধ্যমে অনেক দিন ধরেই নিম্নোক্ত ধরনের পোস্ট শেয়ার করা হচ্ছে:
##########
মেয়েদের জন্য একটা বিশেষ পোস্টঃ
********************************
আমাদের দেশের মেয়েরা সালাতে সিজদা করার সময় দুই হাত মাটিতে মিশিয়ে দেয়।
এর জন্য অবশ্য তাদের দোষ দেয়া ঠিক হবেনা কারণ হাদীস সম্পর্কে অজ্ঞ এক শ্রেণীর হুজুর আর নূরানী নামায শিক্ষা নামক বেদাত আর জাল-জয়ীফের কেতাব গুলোতে তাদেরকে এই শিক্ষাই দেয়া হয় আর তারা অত্যন্ত ভক্তি সহকারে এর উপরে আমল করে যাচ্ছেন
কিন্তু যার অবাধ্যতা করলে জাহান্নাম নিশ্চিত সেই মুহাম্মাদ (ﷺ) এই কাজের কঠোর সমালোচনা করেছেন। তিনি (ﷺ) বলেছেনঃ
❝ তোমাদের কেউ যেন সাজদার সময় তার বাহুদ্বয়কে কুকুরের মতো বিছিয়ে না দেয়। ❞
বুখারীঃ ৮৮২,
মুসলিমঃ ৯৮৯, ৯৯০
নাসায়ীঃ ১১১০, ১১১২,
আবু দাউদঃ ৮৯৭,
তিরমিজিঃ ২৭৫, ২৭৬,
মিশকাতঃ ৮৮৮,
আহমদঃ ১২১৪৯
নবী (ﷺ) সাজদাহ্‌তে স্বীয় দু’ হাত এতোটা ফাঁকা রাখতেন যে, কোন বকরীর বাচ্চা এর নীচ দিয়ে যেতে চাইলে চলে যেতে পারতো।
মুসলিমঃ ৯৯১, ৯৯২, ৯৯৩, ৯৯৪
নাসায়ীঃ ১১০৯,
আবু দাউদঃ ৮৯৮,
ইবনে মাজাহঃ ৮৮০,
আমি সাতটি অঙ্গের দ্বারা সিজদা করার জন্য নির্দেশিত হয়েছি।
কপাল দ্বারা এবং তিনি হাত দিয়ে নাকের প্রতি ইশারা করে এর অন্তর্ভুক্ত করেন, আর দু’হাত, দু’হাঁটু এবং দু’পায়ের আঙ্গুলসমূহ দ্বারা।
আর আমরা যেন চুল ও কাপড় গুটিয়ে না নেই।
বুখারী ৮০৯-১০, ৮১২, ৮১৫-১৬;
মুসলিমঃ ৯৮২ - ৯৮৭
তিরমিযী ২৭৩,
নাসায়ী ১০৯৩, ১০৯৬-৯৮, ১১১৩, ১১১৫;
আবূ দাঊদ ৮৮৯ - ৯০, ৮৯২
আহমাদ ২৫২৩, ২৫৭৯, ২৫৮৩, ২৬৫৩, ২৭৭৩, ২৯৭৬;
দারিমী ১৩১৮-১৯,
সুনানে ইবনে মাজাহঃ ৮৮৪, ৮৮৩,
হাদিসের মান: সহিহ হাদিস
তোমরা সাজদার মধ্যে অঙ্গ-প্রত্যঙ্গের ভারসাম্য বজায় রেখে (ঠিকভাবে) সাজদাহ্ করো। তোমাদের কেউ যেন নিজের বাহুদ্বয় কুকুরের মত বিছিয়ে না দেয়।
সহিহ মুসলিমঃ ৯৮৯, ৯৯০
বুখারীঃ ৫৩২
নাসায়ীঃ ১১১০
আবু দাউদঃ ৮৯৭
তিরমিজিঃ ২৭৫, ২৭৬
মিশকাতঃ ৮৮৮
হাদিসের মান: সহিহ হাদিস
বিঃদ্রঃ যেটা ভুল সেটা ১০০ কোটি মানুষে করলেও ভুলই থেকে যাবে।
আরে এতোদিন কি ভুল করলাম❓
সবাই ভুল করছে নাকি❓
এই ধরণের কথা সম্পূর্ণ অজ্ঞতার পরিচয়। কুরআন-হাদীসে যা সঠিক, আমরা সেটাকেই সঠিক মনে করি আর কুরআন হাদীসে যেটাকে ভুল বলা হয়েছে, সেটাই আমাদের কাছে ভুল ✅
কে কি করলো না করলো তাতে সত্য-মিথ্যার সংজ্ঞা চেঞ্জ হয়ে যাবেনা – এটাই ইসলাম।
জাঝাকুমুল্লাহু খাইরান
###########
এখন‌ এ ব্যাপারে বিস্তারিত জানতে চাচ্ছি।