আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
76 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
আসসালামু আলাইকুম।
১)আল্লহর কাছে জান্নাতে নিজ স্বামীকে না চেয়ে হুর চাওয়া জায়েজ হবে?

২) হুরের কথা বললে স্বামী কষ্ট পেলে তার সামনে বলা জায়িজ হবে?

৩) নামাজে সন্দেহ হলেও (ওয়াসওয়াসা) সেই নামাজ শেষে সাহু সিজদাহ না দিলে কি নামাজ হবে। যদি নিযে বুঝতে পারি যে এটা শুধুই ওয়াসওয়াসা। মন যদি বেশি ওদিকেই প্রবল হয় যে হ্যাঁ আমি সুরা পড়েছি বা দুইটি ফরজ সিজদাহ ই দিয়েছি

1 Answer

0 votes
by (714,440 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
জান্নাতে আল্লাহ তা'আলা সমস্ত চাহিদাকে পূর্ণ করবেন।
আল্লাহ তা'আলা বলেন,

نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ ۖ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ

ইহকালে ও পরকালে আমরা তোমাদের বন্ধু। সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্যে আছে তোমরা দাবী কর।

نُزُلًا مِّنْ غَفُورٍ رَّحِيمٍ

এটা ক্ষমাশীল করুনাময়ের পক্ষ থেকে সাদর আপ্যায়ন।(সূরা হা-মীম-৩১)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পৃথবীর চাহিদা সমূহ আখেরাতে অধিকাংশেই বাকী থাকব না। 
আল্লাহ তা'আলা বলেন,

وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ إِخْوَانًا عَلَىٰ سُرُرٍ مُّتَقَابِلِينَ

তাদের অন্তরে যে ক্রোধ ছিল, আমি তা দূর করে দেব। তারা ভাই ভাইয়ের মত সামনা-সামনি আসনে বসবে

لَا يَمَسُّهُمْ فِيهَا نَصَبٌ وَمَا هُم مِّنْهَا بِمُخْرَجِينَ

সেখানে তাদের মোটেই কষ্ট হবে না এবং তারা সেখান থেকে বহিস্কৃত হবে না।(সূরা হিজর ৪৮)

في مرقاۃ المفاتیح :

"خيرا من أهله، وزوجا خيرا من زوجه)أي: من الحور العين، ونساء الدنيا أيضا، فلا يشكل أن نساء الدنيا يكن في الجنة أفضل من الحور ; لصلاتهن وصيامهن كما ورد في الحديث. وأما قول ابن حجر: وخير ليست على بابها من كونها أفعل تفضيل إذ لا خيرية في الدنيا بالنسبة للآخرة، فليس على بابه إذ الكلام في النسبة الحقيقية لا في النسبة الإضافية ; قال تعالى: {والآخرة خير وأبقى} ، وقال عز وجل: )والآخرة خير لمن اتقى("

)کتاب الجنائز،المشي بالجنازة، والصلاة عليها،ج:3،ص:198،ط:دار الفكر، بيروت(

জান্নাতে হুর সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-49667 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
  1. (১) জান্নাতে নিজ স্বামীকে না চেয়ে হুর চাওয়াকে তখন জান্নাতি নারীরা কল্পনাও করবে না। কেননা জান্নাতে তার স্বামী হুর থেকে অধিক সুন্দর ও কামিল থাকবে।
  2. (২) হুরের কথা বললে স্বামী কষ্ট পেলেও তার সামনে বলা জায়িয হবে।
  3. (৩) সন্দেহমুলক সাহু সিজদার ক্ষেত্রে দুই সালাম ফিরানোর পরই সালাম ফিরাতে হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...