আমি একটি স্বায়ত্তশাসিত সরকারি কোম্পানীতে চাকুরী করি। কোম্পানী থেকে ৩০ লক্ষ টাকা ঋণ নিয়ে ৮ লক্ষ টাকায় জায়গা কিনেছি এবং অবশিষ্ট ২২ লক্ষ টাকায় সঞ্চয়পত্র কিনেছি। আমার ঋনের টাকা ইতোমধ্যে ২/৩ লক্ষ টাকা পরিশোধ হয়েছে। আমার মাসিক বেতন প্রায় ৭০/৭৫ হাজার টাকা হলেও ঋণের কিস্তি বাবদ প্রতিমাসে ৩০ হাজার টাকা কেটে রাখে। আমার সঞ্চয়পত্রের অর্থ ব্যতীত অন্য কোন সম্পদ বা অলংকার নেই। সঞ্চয়পত্রের মুনাফার অর্থ থেকে প্রতিমাসে যৌথ নির্মানাধীন ফ্ল্যাটের কিস্তির টাকা পরিশোধ করি। এ অবস্থায় আমার উপর যাকাত ফরজ কী-না? উল্লেখ্য, আমার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর। তার সম্পদের হিসাব আলাদা। এখানে আমার সম্পদের উপর যাকাত ফরজ হবে কী-না তা জানতে চাচ্ছি।