আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
উস্তাদ, আমি এবং আমার হাসবেন্ড আগামী সপ্তাহে ভারতে যাচ্ছি চিকিৎসার(বন্ধ্যাত্ব) জন্য।অন্য সময় বেশি ছুটি পাওয়া যায় না,তাই ঈদের ছুটিতে রমাদানের মধ্যেই চিকিৎসার জন্য ভারতে যাওয়া হচ্ছে। ভারতে যদি ডায়াবেটিস টেস্ট করতে দেয়, যেখানে খাওয়ার আগে ব্লাড দিতে হয় আবার খাওয়ার দুই ঘন্টা পরে ব্লাড দিতে হয়।এরকম অবস্থা তে কি রোযা ভাঙ্গা যাব? পরবর্তীতে একটা রোজা রেখে দিলেই কি হয়ে যাবে?