১.নামাজের ২য় রাকাতে সূরা ইয়াসীনের ১০নং আয়াত দিয়ে পড়া শুরু করার কিছুক্ষণ পর যদি বুঝতে পারি ১০ নং এর পর আবারও ৮ম আয়াত থেকে পড়া শুরু করেছিলাম। এবং এভাবে আবারও ৮-১৩/১৪ আয়াত পর্যন্ত পড়ে নামাজ শেষ করি তাহলে কি নামাজ আাদায় হয়েছে?
২. নামাজে মুশাববার আয়াতে যদি এক সূরার কয়েকটা শব্দ অন্য সূরায় পড়ে ফেলি এবং পরক্ষণেই ভুল বুঝতে পেরে সঠিক শব্দ দিয়ে আয়াত শেষ করি তাহলে কি নামাজ আদায় হবে?
৩. নামাজে মাখরাজে কিরকম ভুল হলে নামাজ ছুটে যায়?
৪. আমার বাসা এবং হোস্টেল সফর দূরত্বে অবস্থিত। এখন বাসা থেকে হোস্টেলে গেলে কি মুসাফিরের নামাজ পড়া যাবে?