আসসালামু আলাইকুম, আমার হাজবেন্ডের একটা বিষয় নিয়ে আমি চিন্তিত হওয়ায় প্রশ্ন করছি। আমার হাজবেন্ড মাশা আল্লাহ প্রচুর ভালো একজন মানুষ, স্বামী হিসেবে তাকে ১০০% এর উপর কিছু থাকলে সেটাই দিবো আলহামদুলিল্লাহ। তিনি আল্লাহর ফরজ ইবাদাতে, আত্মীয়, প্রতিবেশির উপর যত্নশীল, এমনকি মানুষের প্রতিও প্রচুর দয়া। এমনকি যদি এখন জিহাদে অংশ নেয়ার প্রয়োজন হয় উনি চলে যাবে ইনশাআল্লাহ। আবার অন্যের হক পুরনের জন্য নিজের হক ছেড়ে দিতেও পিছিয়ে যেতে আপত্তি করবেন না ইনশাআল্লাহ।
এখন সমস্যা হলো তার এতো ভালো মানসিকতার জন্য বর্তমান লেবাসধারী মুসলমানদের দেখলে তার রাগ উঠে। খারাপ লাগা, রাগ আসা স্বাভাবিক কিন্তু তিনি অন্যভাবে প্রতিক্রিয়া দেখায় যা দেখে আমার মনে হয় তার গুনাহ হচ্ছে। যেমন: মুসলমান হয়ে কেনো নামাজ পড়ে না, সিগারেট খায়, মানুষকে ঠকায়, বর্তমানে আমলহীন আলেমের কুকীর্তি, ফিলিস্তিনের দু:সময়ে আরবের বড় বড় মুসলিম নেতাদের উদাসীনতা, সর্বোপরি পৃথিবীতে বেশিরভাগ মুসলমানদের দায়িত্বহীন উদাসীন জীবনে তিনি বিরক্ত। আর এতোই বিরক্ত যে ফিলিস্তিনের খারাপ অবস্থা দেখে মুসলমানদের অবজ্ঞা করে কথা বলে। মুসলমানদের অবজ্ঞা করে বলবে আপনারা মুসলমানরা এমন করেন, আপনারা আস্ত উট খান, খাবার নষ্ট করেন আর ফিলিস্তিনরা কষ্টে আছে। বাহিরে বের হয়ে কাউকে সিগারেট খাওয়া দেখলে বলবে আপনার মুসলিম ভাই এমন করে। দাড়িওয়ালা কাউকে সিগারেট খাওয়া দেখলে কটুক্তির সুরে বলবে মুখে দাড়ি গায়ে সাদা পাঞ্জাবি এমন করে!
আমি আমার হাজবেন্ডকে বুঝাই যে দুনিয়ায় লেবাসধারী মুসলমানদের সংখ্যা বেশি, আবার মুসলিম পরিবারে জন্ম নিলেও এদের দ্বীনের বুঝ নাই। এদের নিয়ে ভেবে রেগে খারাপ কিছু মুখে আনিয়েন না। তখন হাজবেন্ড বলেন তাহলে এদেরকে মুসলিম থেকে আলাদা করতে হবে,এদের কেনো মুসলিম বলেন। আমি বলি আল্লাহ তা'য়ালা উনাদের মুসলিম হিসেবে স্বীকৃতি দিয়েছেন আমরা মুসলিম থেকে বাদ দেয়ার কে, আপনি উনাদের মুসলমানদের মধ্যে আলাদা একদম নিম্নস্তরে ফেলে দেন, আল্লাহ তা'য়ালা ও উনাদের সেভাবে দেখেন কিন্তু আমার হাজবেন্ড বুঝতে চায় না, একই কাজ করেন।
বরং আমার হাজবেন্ড বলে আল্লাহ বলছেন সরাসরি প্রতিবাদ করার সুযোগ না থাকলে ঘৃণা করতে তাই উনি এমন করেন। আমি আমার হাজবেন্ড কে বলি ঘৃণা হিসেবে তাদের কাজ কে ঘৃণা করেন, কিন্তু পুরো মুসলমানদের অবজ্ঞা করে এভাবে ঘৃণা প্রকাশ করা তো যাবে না। হাজবেন্ড বলেন ওই খারাপ মুসলমানদের উদ্দেশ্যেই উনি এমন করেন, করবেন। কিন্তু কথা বলার সময় মুসলিম বলেই রাগ প্রকাশ করে অবজ্ঞা জনিত কথা বলেন।আমি আমার হাজবেন্ড কে বলি আল্লাহ তা'য়ালা এভাবে অবজ্ঞা করে, গালি দিয়ে কথা পছন্দ করেন না। আপনি এভাবে নিজের অভিব্যক্তি প্রকাশ করলে আল্লাহ তা'য়ালার কাছে তো জবাবদিহি করতে হবে। তিনি বলেন তিনি আল্লাহ তা'য়ালা কে বলবেন এসব মানুষদের জন্যই এমন করেন।
উস্তাদ আমার হাজবেন্ড যদি ভুল পথে থাকেন তাহলে তার কি করা উচিত, কিভাবে লেবাসধারী মুসলমানদের দেখলে নিজেকে নিয়ন্ত্রণ করে সঠিক অভিব্যক্তি প্রকাশ করবে বুঝিয়ে বলুন, আমি আপনার উত্তর হাজবেন্ড কে দেখাবো ইনশাআল্লাহ।
(বি.দ্র. আমার হাজবেন্ড লেবাসধারী মুসলমানদের দেখে ভিতরে অনেক কষ্ট অনুভব করেই এরকম করেন, তার মনে খারাপ কিছু নেই। কিন্তু এভাবে তার ঈমানের কোনো প্রব্লেম হচ্ছে কিনা চিন্তিত আমি)