১)আস্সালামুআলাইকুম,,হুজুর নিচের দুয়াটি আমার নানী সবসময় আমল করেন,তিনি এই বই দেখে আরো অনেক আমল করেন,সারাজীবন করে এসেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য ,,,
এবং অনেককেই যখন বলি যে কাজা সালাত সব আদায় করা না পর্যন্ত মৃত্যু বরন করা যাবেনা ,,আর সালাত কাজা কোনোভাবেই করা যাবেনা,,তখন তারা আমাকে বলেন যে আমরা মানুষ ,আমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন,,আর এই দুআটি পড়লে ১ হাজার বৎসরের কাজা সালাত মাফ হয়ে যায় ,,তারা এই মনোভাব নিয়ে সালাতে কঠোর না ,,এই হাদীসটির সত্যতা জানতে চাই হুজুর।
আলহামদু লিল্লাহি আলা কুল্লি নিমাতিহি ,আলহামদুলিল্লাহী আলা কুল্লি আলাইহি ,আলহামদুলিল্লাহি কাবলা কুল্লি হালিন ,ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালক্বিহী মুহাম্মাদিও,ওয়া অলিহি ওয়া আসহাবিহী আজমাইন,বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।
ফজীলত:হযরত ওমর (রাঃ ) বলেন ,এ দুআ পাঠ করলে ছয়শত বৎসরের আদায় করা নামাজ কবুল হয়,হযরত ওসমান (রাঃ ) বলেছেন ৭ শত বৎসরের নামাজের কথা,হযরত আলী (রাঃ ) বলেছেন এ দুআ পাঠকারীর ১ হাজার বৎসরের নামাজ কাযা হলেও তা কবুল হয়ে যাবে,রাসূল (সাঃ) বলেছেন, এ দুয়া পাঠকারীর বাপ্,দাদা,আত্মীয়,পাড়া প্রতিবেশীদের গুনাহ সমূহও মাফ হবে।
রেফারেন্স : বেহেস্তি জেওর বা স্ত্রী শিক্ষা
২) অনেক মা বোনেরা বলেন যুবতী বয়সে পরদা না করলেও মৃত্যুর আগে অথবা শেষ বয়সে পর্দা করবেন এবং তওবা করবেন,,আবার এর পরিচিত বোন বলেন যে এখনতো শেষ বয়স যখন পর্দার সময় ছিল তখন পর্দা করিনি এখন আর কি লাভ,,এই উদ্দেশ্যে কুরআন হাদিসের আলোকে রেফারেন্স সোহো যদি কিছু বলতেন !
৩)অনেক মা বোনেরা বলেন সারাজীবন নামাজ রোজা না করলেও মৃত্যুর আগে অথবা শেষ বয়সে পর্দা ,সালাত ,রোজা সব ঠিক মতো করবেন এবং তওবা করবেন,,আল্লাহর কাছে ক্যম পেয়ে যাবেন। এই উদ্দেশ্যে কুরআন হাদিসের আলোকে রেফারেন্স সোহো যদি কিছু বলতেন !
৪)হুজুর আমরা বিভ্রান্তিতে আছি ,,মিজানুল রহমান আজহারী,আবু তোহা আদনান,এদেরকে কি ফলো করা যাবে ? এদের বলা আমলগুলো কি করা যাবে ? কাকে ফলো করাউচিত কে জাল হাদিস বলছে ,,কোনটা ঠিক, কোনটা অন্যায় ,খুবই বিভ্রান্তির মধ্যে আছি হুজুর ! তাহলেকি কাওকে ফল করবোনা !? হুজুর কুরআন সহ, একদম সহীহ হাদিস যা নবী (সাঃ ) প্রদত্ত তা কোন কোন বইয়ে পাওয়া যাবে !? বুখারী শরীফ সহ আর কোন শরীফে সত্যতা আছে ?