ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গোগলের তত্বমতে,
'পলিসিস্টিক ওভারি সিনড্রোম ( Polycystic Ovary Syndrome) বা সংক্ষেপে PCOS হলো নারীদের একটি হরমোনজনিত রোগ৷ একজন নারী তার সন্তানধারণ সময়কালের অর্থাৎ পিরিয়ড হওয়ার পর থেকে মেনোপোজ হওয়ার সময় পর্যন্ত, যেকোনো সময়ে এই রোগে আক্রান্ত হতে পারেন, যা তার সন্তানধারণ করার ক্ষমতা বা ফারটিলিটি-কে বাধাগ্রস্থ করতে পারে৷'
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রতি মাসে ১৫ দিন পবিত্র থাকার পর, ৩ দিন বা তার অধিক সময় ধরে যদি রক্তস্রাব হয়, তাহলে সেটা হায়েয, নতুবা সেটা ইস্তেহাযা। ইস্তেহাযা হলে নামায রোযা করতে হবে।