আসসালামু আলাইকুম,
১. রোজা অবস্থায় ফজরের নামাজের পর আমার হঠাৎ ঢেকুর আসে আর এর সাথে অল্প একটু খাবার গলায় আটকে আছে। আমি অনেকবার ঢুক গিলে এটা গিলে ফেলার চেষ্টা করেছি কিন্তু এটা মুখেও আসে না আবার ভিতরে চলেও যায় না । মনে হচ্ছে পানি খেলে চলে যেত কিন্তু রোজা অবস্থায় থাকায় পানি খাচ্ছি না । এটার জন্য কি আমার রোজা ভেঙে যাবে?
২. ব্রাশ করার পর অনেকবার কুলি করে বা পানি খাওয়ার পরেও দেখা যায় অনেক্ষণ টুথপেস্টের স্বাদ মুখে থাকে । এ অবস্থায় রোজা থাকা অবস্থায় যদি থুতু গিলে ফেলা হয় আর তখন অনিচ্ছা সত্ত্বেও টুথপেস্টের স্বাদ পাওয়া যায় তাহলে কি রোজা ভেঙে যাবে?