ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বন্ধক সম্পর্কে জানতে ভিজিট করুন-
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)প্রশ্নের বিবরণ অনুযায়ী ঐ সমস্ত শর্তে ভিত্তিতে ঐ জমি চাষ করা হালাল হবে না।
(২)জমির মালিকের কাছে থাকালীন ঐ টাকার যাকাত আপনাকে দিতে হবে।
(৩) জমির মালিককে যাকাত দিতে হবে না বরং আপনাকেই যাকাত দিতে হবে।
আপনার বাসায় ব্যবসার জন্য গরু ও মুরগি আছে। তাছাড়া নগদ কিছু টাকাও আছে।
(৪)এগুলোর(ফসল , গরু , মুরগির ) যাকাত দিতে হবে যদি এক বৎসর উক্ত পণ্য আপনার নিকট থাকে। নতুবা মূল্যর উপর যাকাত আসবে। তবে উৎপাদিত ফসলের যাকাত আসবে না বরং উশর আসবে।আর ব্যবসার জন্য ক্রয়কৃত ফসলে যাকাত আসবে। উশর সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/6219
(৫) বর্গা জমিতে মালিক এবং কৃষক উভয়ের উপর উশর আসবে। বন্ধক জমি চাষাবাদ করা জায়েয হবে না।
(৬) খাওয়ার জন্য কোনো ফসল চাষ করলে তাতেও উশর আসবে।
(৭) উশর না দিয়ে ফসল বিক্রি করে সাধারণ যাকাত দিলে দায়মুক্তি হয়ে যাবে।কেননা এক্ষেত্রে উশর থেকে বেশী আল্লাহর রাস্তায় খরচ হবে।
(৮) অন্যের জমিতে ফসল ফলিয়ে উশর না দিয়ে ফসল বিক্রি করে সাধারণ যাকাত দিলে সেটার বিধানও পূর্বের মতই।