আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
101 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।

শরীয়তের বিধান  অনুযায়ী  একজন নারী একা সফর  করতে পারবে না,,, সাথে তার মাহরাম থাকতে হবে।

১। এখন আমার প্রশ্ন-- আমার ভাইয়ের বয়স ১২ বছর,, ও কি আমার মাহরাম  হতে  পারবে সফরের ক্ষেত্রে?
২। কত বছর বয়স থেকে একজন পুরুষ  নারীর জন্য  মাহরাম হতে পারবে  সফরের ক্ষেত্রে?
৩। আমার বোন সাথে থাকলে আমি  কি আমার বোনের স্বামীর সাথে সফরের  দূরত্বে মাহরাম ব্যতীত কোথাও যেতে পারবো?

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিশেষ প্রয়োজনে মহিলারা মাহরাম ব্যতিত কাছাকাছি  জায়গা তথা একদিন এক রাতের দূরত্ব সমপরিমাণ জায়গা সফর করতে পারবে। অবশ্যই সম্পূর্ণ পর্দাকে রক্ষা করে যেতে হবে। তবে এর চেয়ে বেশী মাহরাম ব্যতিত পারবে না। হ্যা, বিশেষ জরুরত হলে, তথা ভিন্ন কোনো রাস্তা না থাকলে এবং সেখানে যাওয়া জরুরী হলে তখন নেককার মহিলাদের এক জামাতের সাথে মাহরাম ব্যতিত সফর করার অনুমোদন থাকবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2127

আরো জানুন - https://www.ifatwa.info/212

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)  আপনার ভাইয়ের বয়স ১২ বছর। তাহলে সে বালেগ বা বালেগের নিকটবর্তী, তাই তাকে নিয়ে সফর করতে পারবেন। 

(২) যখন থেকে একজন ছেলে বালেগ হবে,তখন থেকেই সফরের ক্ষেত্রে সে নারীর জন্য মাহরাম হতে পারবে । এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/13073

(৩)  বোন সাথে থাকলে বোনের স্বামীর সাথে সফরের  দূরত্বে মাহরাম ব্যতীত কোথাও যাওয়া যাবে না।


(الدر المختار مع الشامي : 3/464)
ومع زوج أو محرم․․․ بالغ قید لھما․․ عاقل والمراہق کبالغ

وفي الهندية: ومنها المحرم للمرأة شابة كانت او عجوزا اذا كانت بينہا وبين مكة مسيرة ثلاثة ايام هكذافى المحيط وان كان اقل من ذلك صحت بغیر محرم كذا فى البدائع والمحرم الزوج ومن لا يجوز مناكحتها على التأبيد بقرابة أو رضاع أو مصاهرة وكذا فى الخلاصة ويشترط ان يكون مأمونا عاقلا بالغا،حرا كان او عبدا کا فراکان او مسلما (الی قوله) وكذا في محيط السرخسی : والمراہق كالبالغ، اھ (٢١٩/٢)-


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...