১৩ই মার্চ মাগরিবের পর স্রাবের সাথে লালচে বাদামী দেখা যায়। এরপর আর নেই।এরপর ১৫ তারিখ মাগরিবের পর আবার সামান্য স্রাবের সাথে বাদামী কালার দেখা যায়। এই দুইসময় ছাড়া আর কোন সময় সাদা স্রাব ছাড়া কিছু দেখা যায় নি। (আমার আগে থেকে পিরিয়ড নিয়ে অনেক সমস্যা,ইরেগুলার) ইস্তেহাযা ভেবে নামাজ রোজা মিস দেই নি।
এখন গতকাল ২০ তারিখ সেহেরির পর লালচে ব্লিডিং দেখা দেয়(ওই দিন গুলো থেকে সামান্য একটু বেশি)।থেমে থেমে সামান্য একটু দেখা যাচ্ছে। এখন ১৩ তারিখ ধরে ২০ তারিখ মানে ৮ দিনের মাথায় আবার ব্লিডিং।আগের দিনগুলো কি গণায় ধরবো? নাকি ওইগুলো ইস্তেহাযা ছিল? এখন যা হচ্ছে, তা পিরিয়ড? এখন থেকে পিরিয়ডের ডেট হিসাব করবো অল্প আলামত থাকলেও। আমার ইদানিং পিরিয়ড হলে প্রথমে একটু দেখা দেয়, পরে একটু (পুরো দিন বা কয়েক ঘন্টা) সময় নিয়ে নরমালি ফ্লো শুরু হয়।(কন্সিভের জন্য ঔষধ খেয়ে পিরিয়ড হলে এমন হয়ে ছিল,এখন তো ঔষধ কয়েকমাস হলো বন্ধ করে দিয়েছিলাম)।এর আগে জানুয়ারি মাসেও সামান্য সামন্য করে ৭/৮ ছিল।
আজকে ২১ তারিখ, গত কালের মতোই কিছুক্ষণ পর সামান্য সামান্য দেখা যায়।রোজা নামাজ আদায় করছি না। করলে যদি গুনাহ না হতো করে ফেলতাম।এখন এটা যদি পিরিয়ড হয়, তাই আমার কি উচিত হবে আরো সময় অপেক্ষা করা।পিরিয়ড হলে তো হলো, না হলে কাযা আদায় করে নেওয়া? পিরিয়ড হলে কি ১৩ তারিখেরটা হিসাব করবো নাকি ২০ তারিখ থেকে?আমার বয়স ২৩ বছর, সাড়ে ৫ বছর বিবাহিত জীবন, সন্তান হয় না।