আসসালামু আলাইকুম
(প্রশ্নটা আমার এক বোন এর)
আমি
হারাম রিলেশনে ছিলাম অনেক বছর। তারপর ভাবছিলাম এটা তো হারাম হুট করে কি মনে হইয়ে ছিল ভেবে নিয়েছিলাম বিয়ের আগে হারাম থেকে দূরে থাকতে হবে তাকে বলেছিলাম বিয়ের আগে আমার সম্ভব না কথা বলা তাই বাদ দিয়ে
দিয়েছিলাম।তো একদিন সে বলে বিয়ে করবে YouTube এ অনেক ওয়াজে দেখে আল্লাহর কালেমা পরে বিয়ে করেছিলাম সাক্ষি রেখে বাসাই না জানাইয়ে।সাক্ষি ছিল ২টা মেয়ে ১টা ছেলে যেই ছেলে সাক্ষি ছিল সেই ছেলেই বিয়ে পরাইছে।
জানতাম না আমাদের বিয়ে হয় নাই।এমনকি সেই আমাকে এই iom এ ভর্তি করে দিয়েছিল। কিছুদিন আগে কি মনে হয়েছিল মনে হচ্ছে বিয়ে হয় নাই তাই কিছু বড় আপুর সাথে কথা বলে দেখলাম এভাবে বিয়ে হয় না।পরে তার সাথে সব রকম যোগাযোগ বন্ধ করে দিয়ে সব ছবি তার ফোন আমার ফোন সব জায়গা থেকে ডিলিট করে দিয়েছি।তারপর তাকে আল্লাহর কাছে চাইতাম।তারপর বড় আপুদের থেকে যানি তাকে না চাওয়া উত্তম তাই এখন তার কথা মনে পরলেও আস্তাগফিরুল্লাহ পড়ি আর মনে পরেও না।
কিন্তু আজকে ১টা বড় আপু আপাকে ইনবক্স করে ফতুয়া নিতে বলল।যদি বিয়ে হয়ে যাই তাহলে তো যদি পরে অন্য কথাও বিয়ে হয় তাহলে এই ছেলের থেকে তালাক না নিয়ে বিয়ে তো জায়েজ না।
এখন প্রশ্ন হলো
১/আমার কি বিয়ে হয়ে গেছে????
২/ওনার কাছ থেকে ডিভোর্স না নিয়ে অন্য জায়গায় বিয়ে বসতে পারবে???
৩/ওনার সাথে যে শারীরিক সম্পক হয়েছে ওটা কি জিনা হয়েছে?