আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমি ছোটবেলায় এক নার্সারি থেকে না বলে নাকি একটা মেহেন্দি ডাল এনেছিলাম (আমার ঠিক মতো মনেও নেই,আম্মা বলেছেন)সেই ডাল থেকে এখন বিশাল গাছ হয়ে গেছে। গাছটি আমার নানুর বাড়িতে সেখান থেকে পাতা এনে হাতে লাগানো হয়। আমি যেহেতু না বলে এনেছিলাম এটা কি চুরী হয়েছে?
হয়ে গেলে আমার করণীয় কি?
নার্সারি টি নানু বাড়ির সাথেই কিন্তু ওইদিকের কারো তেমন দ্বীনের বুঝ নেই আমি তো এটা গিয়ে বলতেও পারবো না সমস্যা র সৃষ্টি হতে পারে। ওইদিকে যাওয়া কম হয়। নার্সারির মালিক তখনকার জনই আছেন কিনা তাও জানা নেই।,,,এখন এই মেহেন্দি পাতা ব্যাবহার করা আমার জন্য কি জায়েজ হবে?
আমি না নিলেও অন্য মানুষ নিবে। আমার করণীয় কি?
২।পরিধেয় পোষাক যদি হারাম টাকায় কিনা হয় সে পোষাক পড়ে সলাত আদায় করলে কি সলাত কবুল হবে?
বা কারো হাদিয়া দেওয়া পোষাক সন্দেহ আছে সেটা হারাম টাকায় কিনা এমন পোষাক পড়ে সলাত আদায় করা যাবে?