আসসাআসসালামুলামু আলাইকুম।। আমি ওয়াসওয়াসার রুগি অনেকদিন ধরে। আমার কিছু জিনিশ জানার আছে।
১। শিরক কুফরের মত গুনাহ বা অন্য গুনাহ থেকে তওবা করার পর এভাবে কি বলা যাবে যে,, আল্লাহ আমার তাওবা অবশ্যই কবুল করবেন, ইন শা আল্লাহ। আমাকে অবশ্যই মাফ করবেন, ইন শা আল্লাহ( Allah jodi chan)।....আমি তো প্রায়ই এভাবে বলে এসেছি। এতে কি তাওবা হবে?আজকে দেখলাম এভাবে নিকা বলা যাবেনা। ( kintu amar mone ei bissash ache je banda tawba korle Allah obossoi kobul koren)....আমি যদি শিরক, কুফর জা করেছি তা থেকে আবার তাওবা করি তবে কি আবার ঈমান নবায়ন করে গোসল করতে হবে?
২। নামাযে আত্তাহিয়্যাতু পড়ার সময় আমি বেখেয়ালে এতদিন ওয়াতত্বয়্যিবাত এ না থেমেই বলে এসেছি wattoyyibat assalamu alaina থেকে আশহাদু আল্লাহর আগ porjonto । মানে wattoyyibatu bolini ba wattoyyibat bolar somoy 3 alif poriman tene thamini.... আবার বারকাতুহ তে কা তে হয়ত এক আলিফ টানিনি।।।Ete ki namaz hoyeche?
৩।এভাবে কি বলা যাবে যে, হয়ত বুঝবো, ইন শা আল্লাহ। মানে ইন শা আল্লাহ বলার সাথে সাথে হয়ত বলা যাবে কি?