আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
172 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (-1 points)
edited by
আসসালামু আলাইকুম,

আমি সাধারনত বর্তমানে প্রচলিত খেলাধুলা অপছন্দ করি এবং এসব খেলাধুলা থেকে বিরত আছি আজ কয়েক বছর যাবত।
কারণ এসব খেলাধুলা আল্লাহর স্বরণ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়।

কিন্তু গতকাল রাতে একটি স্বপ্ন দেখলাম। স্বপ্নটি নিম্মরূপ:

আমি ক্রিকেট খেলায় খুব ভালো পারদর্শীতা দেখিয়ে একটা বড় অংকের টাকা জিতেছি। এবং সেই টাকা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি।

স্বপ্নটি দেখার পর আমি খুব ভয় পেয়ে গেছি কারণ এসব খেলাধুলা আমি ঘৃণা করি এবং কয়েক বছর হলো ছেড়ে দিয়েছি। এবং এমনও না যে আমি কোনো খেলায় পারদর্শী ছিলাম।

প্রশ্ন: স্বপ্নটি কি হাদিসুল নফস? নাকি আমার ভিতর মুনাফেকি রয়েছে?

1 Answer

0 votes
by (583,020 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


ইসলামী দৃষ্টিতে স্বপ্ন তিন প্রকার। 
,
১. যা আল্লাহর পক্ষ থেকে বান্দাহকে দেখানো হয় যা কল্যানকর হয়।

২. শয়তানের পক্ষ হতে দেখানো হয় যাতে মানুষ খারাপ, মন্দ ভয়ংকর কিছু দেখে থাকে।

তবে শয়তান স্বপ্ন দেখানোর দ্বারা মানুষের কোন ক্ষতি করতে পারেনা।
,
 ভয়ংকর স্বপ্ন দেখলে দুশ্চিন্তার কোন কারন নেই। শয়তান মানুষকে দুশ্চিন্তায় ফেলার জন্যই এমন সব আজব আজব জিনিস দেখায়। এমনটা দেখলে ঘুম থেকে জেগে বাম দিকে থুথু ফেলে আস্তাগফিরুল্লাহ বলতে হয়। 

৩. মানুষের কল্পনা। অর্থাৎ মানুষ যা কল্পনা করে স্বপ্নে তা দেখতে পায়। 
,
হাদীস শরীফে এসেছে  

خَالِدُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنَا سُلَيْمَانُ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ قَالَ سَمِعْتُ أَبَا قَتَادَةَ يَقُوْلُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلميَقُوْلُ الرُّؤْيَا مِنْ اللهِ وَالْحُلْمُ مِنْ الشَّيْطَانِ فَإِذَا رَأٰى أَحَدُكُمْ شَيْئًا يَكْرَهُه“فَلْيَنْفِثْ حِينَ يَسْتَيْقِظُ ثَلاَثَ مَرَّاتٍ وَيَتَعَوَّذْ مِنْ شَرِّهَا فَإِنَّهَا لاَ تَضُرُّه“وَقَالَ أَبُو سَلَمَةَ وَإِنْ كُنْتُ لأَرَى الرُّؤْيَا أَثْقَلَ عَلَيَّ مِنَ الْجَبَلِ فَمَا هُوَ إِلاَّ أَنْ سَمِعْتُ هٰذَا الْحَدِيثَ فَمَا أُبَالِيهَا.

আবূ ক্বাতাদাহ হতে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছিঃ ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়, আর মন্দ স্বপ্ন হয় শয়তানের তরফ থেকে। সুতরাং তোমাদের কেউ যদি এমন কিছু স্বপ্ন দেখে যা তার কাছে খারাপ লাগে, তা হলে সে যখন ঘুম থেকে জেগে ওঠে তখন সে যেন তিনবার থুথু ফেলে এবং এর ক্ষতি থেকে আশ্রয় চায়। কেননা, তা হলে এটা তার কোন ক্ষতি করতে পারবে না। 
আবূ সালামাহ বলেনঃ আমি যখন এমন স্বপ্ন দেখি যা আমার কাছে পাহাড়ের চেয়ে ভারি মনে হয়, তখন এ হাদীস শোনার ফলে আমি তার কোন পরোয়াই করি না। [বুখারী ৫৭৪৭ মুসলিম পর্ব ৪২/হাঃ ২২৬১, আহমাদ ২২৭০৭] 
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি৷ ভাই,
প্রশ্নে উল্লেখিত কাজটি জুয়া খেলে বিজয়ী হয়ে টাকা পাওয়া।
,   
ইবনে সিরিন রহঃ বলেছেনঃ   
فإن رأى الشخص في منامه وكأنه يلعب القمار، ورأى أنه قمر صاحبه -أي غلبه في لعب القمار، دلت رؤياه على أنه ينال ما طلب أو أنه يصل لمراده، ولكن بطريقة فاسدة أو بطريقة غير حلال.
اِبْنُ سِيرِين رَحِمَهُ اللَّهُ
সারমর্মঃ কেহ যদি স্বপ্নে দেখে যে সে জুয়া খেলে বিজয়ী হয়,তাহলে এটি বুঝায় যে সে যাহা তলব করে,সেটা পাবে।
তার উদ্দেশ্য পর্যন্ত পৌছবে।  
,
অন্যত্রে ইবনে সীরিন রহঃ বলেন
ولعب القمار في المنام قد يدل كذلك على شغب ونزاع وخصومة.
اِبْنُ سِيرِين رَحِمَهُ اللَّهُ
সারমর্মঃ স্বপ্নে জুয়া খেলা এটি ঝগড়া ঝাটি ইত্যাদির উপর বুঝায়,,  

জামিয়া বিন নুরি পাকিস্তানের 144104200931 নং ফতোয়াতে উল্লেখ রয়েছে যে উক্ত ব্যাক্তি সম্পদের পেরেশানিতে আছে।
,
★সুতরাং আপনি সম্পদ নিয়ে কোনো পেরেশানিতে থাকলে পেরেশান ঝেড়ে ফেলুন।
পেরেশানিতে  থাকবেননা। 
,
একদম টেনশন মুক্ত থাকুন।
কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ।    


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...