আমার ফেব্রুয়ারীর ২৮ তারিখে পিরিয়ড হয় এবং শেষ হয় মার্চের ৫ তারিখে । মার্চের ১৬ তারিখ রাত ২.৩৫ থেকে দেখছি হালকা লালচে স্রাবের মত আসছে এবং দুপুরে একটু বেশি পরিমানে আসছে লালচে বাদামি রং এর স্রাব। এখন আমার ক্ষেএে নামাজ বা রোজার মাসালা কি হবে? আমি কি এটা কে ইস্তেহাযা ধরবো নাকি হায়েয?