ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) রাসুল (সঃ) ৫ ওয়াক্ত নামাযের কোন কোন নামাজ কত রাকাত করে পড়তেন?
এই প্রশ্নের জবাব হল, প্রত্যেক ওয়াক্তের ফরয,সুন্নত(ওয়াজিব থাকলে ওয়াজিব) সবগুলোই পড়তেন। হ্যা, পড়ার ধারাবাহিকতা সর্বক্ষেত্রে সমান ছিলনা।
(২) রাসূল (সঃ) কত রাকাত তারাবীর নামাজ পড়তেন? সেই সম্পর্কে স্পষ্ট কোনো বিবরণ পাওয়া যায় না। হ্যা, প্রাসঙ্গিক আলোচনায় পাওয়া যায়, কিছু সংখ্যক উলামায়ে কেরাম মনে করেন, রাসূলুল্লাহ সাঃ বিশ রাকাত পড়েছেন।অন্যদিকে কিছুসংখ্যক উলামায়ে কেরাম মনে করেন, রাসূলুল্লাহ সাঃ ৮ রাকাত পড়েছেন।
(৩) রাসূলুল্লাহ সাঃ বিতিরের নামায কিভাবে পড়েছেন, সেটা নিয়েও তো মতবিরোধ রয়েছে।
(৪) দুআ কুনুত পড়া ওয়াজিব। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2027
(৫) নবীজি সঃ কখন কিভাবে চলাফেরা করতেন,কোন আমল কিভাবে করতেন হুবহু কোন বইতে পাওয়া যাবে ইনশাআল্লাহ? সহজ ভাষায় লেখা বিগিনার দের জন্য।জানাবেন প্লিজ।সব জায়গায় শুধু দুআ লেখা।কিন্তু নবীজি (সঃ) কোনটার পর কিভাবে করতেন স্টেপ বাই স্টেপ নেই।