আসসালামু আলাইকুম।
১)যখন জানতাম না নাপাক কাপড় কীভাবে পাক করতে হয়। তখম এমনিতেই নিজের মন মতো ধুয়ে কাপড় পরিষ্কার করতাম। বাহ্যিক ভাবে কাপড় গুলো পরিষ্কার হলেও শারঈভাবে তো সেগুলো নাপাকই থেকে যেত। ওই কাপড় যে দড়িগুলোতে(সেগুলো লাইলনের বা কাপড়ের দড়ি ) নাড়া দিতাম কাপড় শুকানোর জন্য। বর্তমানে তাহারাত বিষয়ক ফীকহী মাসআলা জেনে কাপড় গুলো যথার্থভাবে পাক পবিত্র করার পরে ওয়ি দড়ি গুলোতে কাপড় নাড়া দিলে কি কাপড় নাপাক হয়ে যাবে?
২)মোবাইলের উপরে অনেকে প্রটেকশন হিসেবে একটি পাতলা আবরন লাগিয়ে নেয়। এখন সেই আবরনের উপরে যদি নাপাক লেগে যায় তাহলে কি সেই মোবাইলে কুরআন পড়া যাবে?
৩)নামাজে মেয়েরা কীরূপ নিম্নস্বরে তিলাওয়াত করবে? ফিসফিস করে? নাকি নরমাল কন্ঠস্বরে অত্যন্ত নিম্নস্বরে যে সে নিজে আর তার খুব কাছে কেউ থাকলে সে ছাড়া আর কেউ শুনতে পাবেনা?
৪) প্লাস্টিক , কাচ, লোহা এগুলোতে নাপাক লেগে শুকিয়ে গেলে তাতে নাপাকির চিহ্ন না থাকলে তা ভেজা হাতে স্পর্ষ করলে কী হাত নাপাক হয়ে যাবে?
৫)পবিত্র প্লাস্টিক, কাচ, লোহা , কাপড় ভেজা অবস্থায় নাপাক শুকনো কাপড়ে লাগলে আর কাপড় হালকা ভিজে গেলে কি এগুলো নাপাক হয়ে যাবে?