আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
105 views
in পবিত্রতা (Purity) by (7 points)
আসসালামু আলাইকুম।

১)যখন জানতাম না নাপাক কাপড় কীভাবে পাক করতে হয়। তখম এমনিতেই নিজের মন মতো ধুয়ে কাপড় পরিষ্কার করতাম। বাহ্যিক ভাবে কাপড় গুলো পরিষ্কার হলেও শারঈভাবে তো সেগুলো নাপাকই থেকে যেত। ওই কাপড় যে দড়িগুলোতে(সেগুলো লাইলনের বা কাপড়ের দড়ি ) নাড়া দিতাম কাপড় শুকানোর জন্য। বর্তমানে তাহারাত বিষয়ক ফীকহী মাসআলা জেনে কাপড় গুলো যথার্থভাবে পাক পবিত্র করার পরে ওয়ি দড়ি গুলোতে কাপড় নাড়া দিলে কি কাপড় নাপাক হয়ে যাবে?


২)মোবাইলের উপরে অনেকে প্রটেকশন হিসেবে একটি পাতলা আবরন লাগিয়ে নেয়। এখন সেই আবরনের উপরে যদি নাপাক লেগে যায় তাহলে কি সেই মোবাইলে কুরআন পড়া যাবে?


৩)নামাজে মেয়েরা কীরূপ নিম্নস্বরে তিলাওয়াত করবে? ফিসফিস করে? নাকি নরমাল কন্ঠস্বরে অত্যন্ত নিম্নস্বরে যে সে নিজে আর তার খুব কাছে কেউ থাকলে সে ছাড়া আর কেউ শুনতে পাবেনা?


৪) প্লাস্টিক , কাচ, লোহা এগুলোতে নাপাক লেগে শুকিয়ে গেলে তাতে নাপাকির চিহ্ন না থাকলে তা ভেজা হাতে স্পর্ষ করলে কী হাত নাপাক হয়ে যাবে?


৫)পবিত্র প্লাস্টিক, কাচ, লোহা , কাপড় ভেজা অবস্থায় নাপাক শুকনো কাপড়ে লাগলে আর কাপড় হালকা ভিজে গেলে কি এগুলো নাপাক হয়ে যাবে?

1 Answer

0 votes
by (575,580 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

(০১)
ঐ দড়িতে কাপড় নেড়ে দেয়ার পর কাপড়ে নাপাকির কোনো গন্ধ/চিহ্ন পাওয়া না গেলে সেই কাপড় পাক বলেই বিবেচিত হবে। 

(০২)
মোবাইলের স্কীনে নাপাকি লাগলে সেই মোবাইলে কুরআন পড়া যাবেনা।
আগে মোবাইলের স্কীন পাক করতে হবে।

মোবাইলের স্কীন পাক করার পদ্ধতিঃ-
https://ifatwa.info/19725/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ-
শরীয়তের বিধান হলো যেই বস্তু পানি দ্বারা ধৌত করা সম্ভব নয়,সেখানে নাপাকি লাগলে সেটা ভেজা নেকড়া বা টিস্যু দ্বারা এমনভাবে মুছে ফেললেই পাক হয়ে যাবে যাতে আর উক্ত নাপাকীর আছর বাকী না থাকে। 

সুতরাং মোবাইলে নাপাক লাগলে সেটি ভেজা কাপড় দিয়ে তিনবার মুছে নিতে হবে।
তাহলেই সেটি পাক হয়ে যাবে।

দারুল উলুম দেওবন্দ এর 4448 নং ফতোয়াতে উল্লেখ রয়েছে যে এক্ষেত্রে পবিত্র কাপড় দ্বারা পরিস্কার করা,ঘর্ষন দেওয়ার দ্বারা সেটি পাক হয়ে যাবে।

হাদীস শরীফে এসেছেঃ
 
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادٌ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، ح وَحَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، - يَعْنِي ابْنَ سَلَمَةَ - عَنْ هِشَامٍ، بِهَذَا الْمَعْنَى قَالَ : "حُتِّيهِ ثُمَّ اقْرُصِيهِ بِالْمَاءِ ثُمَّ انْضَحِيهِ" -

হিশাম (রহঃ) সূত্রে উক্ত হাদীসের সমার্থক বর্ণনা আছে। তাতে রয়েছেঃ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ কোন জিনিস দিয়ে তা দূর করে পানি দ্বারা ঘষে নিবে। তারপর তাতে পানি ছিটিয়ে ধুয়ে ফেলবে।
বুখারী (অধ্যায়ঃ হায়িয, অনুঃ হায়িযের রক্ত ধোয়া, হাঃ ৩০৭), মুসলিম (অধ্যায়ঃ অনুঃ রক্তের পবিত্রতা এবং তা ধোয়ার নিয়ম,আবু দাউদ ৩৬২।) 
,
বিস্তারিত জানুনঃ  
,
★মোবাইলে যদি নাপাক লেগে শুকিয়ে যায়,এক্ষেত্রে বিধান হলো যদি দৃশ্যমান নাপাকি লাগে,তাহলে সেটি দূর করতেই হবে।
নতুবা মোবাইল পাক হবেনা।
আর যদি অদৃশ্যমান (পানি জাতীয়)  নাপাকি লাগে,তাহলে ভেজা নেকড়া বা টিস্যু দ্বারা তিনবার মুছতে হবে।

(০৩)
এ সংক্রান্ত বিস্তারিত জানুনঃ- 

(০৪)
হ্যাঁ, এক্ষেত্রে হাত নাপাক হয়ে যাবে।

(০৫)
এমতাবস্থায় এগুলো নাপাক হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 157 views
...