আসসালামুআলাইকুম হুজুর,,আমি আজকে সকালে বললাম যে IOM এ কিছু ফ্রি কোর্স আছে রামাদানের জন্য তখনি আমার মা বলেন "তোর অফিস এর কাজ শেষ করেছিস ? আমি বললাম আগে দ্বীন তারপর বাকি সব মা ,তখন তিনি আমাকে বলেন তাহলে তুই মরে যা ,এতো দ্বীন দ্বীন করে দুনিয়ায় বেঁচে থাকা যাবেনা,, আমার মা কুরআন হাদিসের কথা শুনলেই রেগে যান , এবং মাঝখানে অন্য কথা নিয়ে আসেন,, হুজুর আমি ২১ বছরের একজন মেয়ে আমি ছোট থেকে বেদ্বীন পরিবারে থেকে যতটুকু জেনেছি ততটুকু দ্বীন মেনে চলার চেষ্টা করেছি ,,আমার ছোট বেলা থেকেই উদ্দেশ্য যে আল্লাহ যা করলে নারাজ হবেন আমি তা করবোনা ,,তাই আমি ছোটবেলাতেই ঠিক করে নেই যে আমি SOFTWERE ইঞ্জিনিয়ার হবো ,,ঘরে বসে পর্দায় থেকে রিমোট জব করবো , মা বাবা এবং অভাবীদের সাহায্য করবো,,এরপরে আমি কম্পিউটার সাইন্স এ একটি ইউনিভার্সিটি তে ভর্তি হই,, কিন্তু সেখানে ফ্রীমিক্সিং পরিবেশ ,,আমার মন একদমই টিকছিলোনা সেখানে,,এর পরেই আমার একটা জব হয়ে যায় ,,রিমোট জব,, ঘরে বসেই আমি সেটা শুরু করি,, এবং জব প্লাস ফ্রীমিক্সিং পরিবেশের জন্য ভার্সিটি যাওয়া বন্ধ করে দেই ,,আল্লাহর রহমতে ভালোই চলছিল কাজ,, কিন্তু এখানে প্রতিদিন সকালে ৩ জন হিন্দু এবং ৩ জন মুসলিম টিম মেম্বার এর উপস্থিতিতে সকালে আমাকে সারাদিনের টাস্ক বলে দেন আমি শুধু "জ্বি " বলি,,এবং কোনো কাজ না বুঝলে আবার প্রশ্ন করি,,আবার সন্ধ্যার মিটিং এ আমাকে জিজ্ঞেস করে আমি টাস্ক করেছি কি না আমি বলি "জ্বি " এবং তা আমার স্ক্রিন এ দেখাই ,,এর বেশি কথা বলিনা ,,খুব প্রয়োজন ছাড়া ,,হুজুর এর পরে আমি জানতে পারি যে আমার কণ্ঠের পর্দার খেলাফ হচ্ছে তাই এটা আমার জন্য হারাম জব হবে,আমার মাকে এই কথা বলে তিনি প্রচন্ড রেগে যান এবং বলেন জব ছাড়া যাবেনা ,,এতো দ্বীন মেনে দুনিয়ায় বাঁচা যাবেনা,,আমি এটা ছাড়লে আমার পরিবার আত্মীয় স্বজন সবাই আমার উপরে খেপে যাবে ,,আমার মা বাবা অনেক কষ্ট পাবে হুজুর,,
১)আমিকি এই জবটি করতে পারবো হুজুর ,,প্লিজ বলুন না আখিরাতে কি আল্লাহ আমাকে এর জন্য জাহান্নামে দিয়ে দিবেন !?
২)হুজুর আমার নিজের বাবা না থাকায় এবং সৎ বাবা থাকায় ,,সৎ বাবা বেশিরভাগ সময় এখন বাহিরে থাকেন ,, আমাকে নিজের এবং বাসার প্রয়োজনীয় জিনিস আনার জন্য অনেকসময় বাহিরে যেতে হয় ,,খাস পর্দা করলেও দোকানদারের সাথে কথা বলতে ,দামাদামি করতে কণ্ঠের পর্দার খেলাফ হয় ,,আমিকি এর জন্যেও শাস্তি পাবো হুজুর ,,আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন না ?
৩) হুজুর সারাদিন ঘরে বসে পড়াশুনা এবং কাজ করি অফিসের ,,সব সময় শুয়ে বসে থেকে আমার অলসতা এবং স্থূলতা বেড়ে যাচ্ছে ,,এমন অবস্থায় সম্পূর্ণ পর্দা করে আমি কি প্রতিদিন বাহিরে হাটতে যেতে পারি আমার ৬ বছরের ভাইকে নিয়ে !?