আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
103 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (9 points)
Assalamu alaikum.....
1. Amr fupir boysh hbe 45 er moto... kintu she soto bela theke kono porasuna kre nai r she namaz o porte pare na... akhn she namaz porte chay.. tar jnne ki vabe namaz porle vlo hbe???  Karn akhn tar mukhosto hsse na sura she jneo na kisu tar jnne niyom ki hbe???

2.ami onk somy shes boithok e tashahud,dorud sorif r doya masura porte hoy kintu ami tashahud porsi ki na mne thake na... vule jai...ami ki dorud sorif r doya masura porar por tashahud porbo nki sahu sijda diye porte hbe???

3.ami namaz er somy er jnne muslim bangla app dkhe somy jene nei... akhn ai app e dkhay ashor er somy ase abr aki time e dkhay namaz Nishiddho er somy coltese... tahole namaz er sothik somy janar upay ki ba airokm kono app ble dle vlo hoito..

4.sbi ble magrib er namaz er beshi somy thake na kintu Muslim bangla app e dkhay namaz porar pray 40 min somy thake airokmm..asole ki magrib er namaz er beshi somy thake na??

5.amadr elakay kew mara gele 40 din hoile akta ayojon kore manush khawano hoy...akhn eta ki bidat hbe??? Oneke ble Manush khawano jayej ase...
6.ami amr boro ammu k lokkhi ammu bli aita blle ki khub gunah hbe??? ami asole soto bela theke bole aschi akhn onk chesta krtesi kintu partesi na charte...

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
তার উপর ফরয সে নামাযের পড়ার উপযোগী সূরা সমূহ মুখস্থ করবে। নামায পড়ার নিয়ম কানুন শিখবে।রোযা,হজ্ব,যাকাত ইত্যাদি সম্পর্কে বেসিক জ্ঞানার্জন করবে। যতদিন না সে সূরাহ সমূহ শিখছে, এর পূর্ব পর্যন্ত সে তাসবিহাত তথা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,আল্লাহু আকবার দ্বারা নামায পড়বে।

হযরত ইবনে রাযি থেকে বর্ণিত রয়েছে,
 ﻋﻦ ﺍﺑﻦ ﻋﺒﺎﺱ ، ﻋﻦ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ : " ﻳﺼﻠﻲ ﺍﻟﻤﺮﻳﺾ ﻗﺎﺋﻤﺎ ، ﻓﺈﻥ ﻧﺎﻟﺘﻪ ﻣﺸﻘﺔ ﺻﻠﻰ ﺟﺎﻟﺴﺎ ، ﻓﺈﻥ ﻧﺎﻟﺘﻪ ﻣﺸﻘﺔ ﺻﻠﻰ ﻧﺎﺋﻤﺎ ﻳﻮﻣﺊ ﺑﺮﺃﺳﻪ ، ﻓﺈﻥ ﻧﺎﻟﺘﻪ ﻣﺸﻘﺔ ﺳﺒﺢ " 
অসুস্থ ব্যক্তি দাড়িয়ে দাড়িয়ে নামাজ পড়বে।যদি দাড়াতে কষ্ট হয়,তাহলে বসে বসে নামায পড়বে।যদি বসে বসে নামায পড়তে কষ্ট হয়,তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে তার মাথা দ্বারা ইশারা করে সে নামায আদায় করবে।যদি তারপরও তার কোনো প্রকার কষ্ট হয়,তাহলে সে যিকির করবে।(এ'লাউস-সুনান-৭/১৭৪)

(২)
আপনি তাহাররি তথা গভীর ভাবে মনযোগ দিয়ে চিন্তাভাবনা করে দেখবেন যে, তাশাহুদ পড়েছেন কি না? যদি তিন তাসবিহর অধিক সময় ধরে চিন্তা করেন,তাহলে সাহু সিজদা দিতে হবে। অথবা তিন তাসবিহের কম সময় ধরে চিন্তাভাবনা করে যদি দেখেন যে, তাশাহুদ পড়েননি, তাহলে তাশাহুদ পড়ে নিবেন এবং শেষে সাহু সিজদা দিয়ে দিবেন। 

(৩)
আপনি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ক্যালেন্ডার সংগ্রহ করে নিবেন। এবং এই ক্যালেন্ডার অনুযায়ী নামায রোযা করবেন।

(৪)
আপনি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ক্যালেন্ডার সংগ্রহ করে নিবেন। এবং এই ক্যালেন্ডার অনুযায়ী নামায রোযা করবেন। এশার ওয়াক্তের পূর্ব পর্যন্ত মাগরিব পড়তে পারবেন।

(৫) দিন তারিখ ঠিক করে মৃত ব্যক্তির জন্য অনুষ্টানের আয়োজন করা বিদ'আত। সুতরাং এরকম আয়োজন থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন।

(৬) লক্ষী যেহেতু একটি হিন্দু দেবতার নাম, তাই এ নামে কাউকে ডাকা যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 124 views
0 votes
1 answer 186 views
...