পাএের দ্বীনদারিতার কারণে আমার পাএকে পছন্দ হয়েছিল। এবং পাএের বেস্ট ফ্রেন্ড সম্পর্কে আমার খালাতো ভাই হয়। তাই এই ক্ষেত্রে পাএের দ্বীনদারিতা নিয়ে খোঁজ নিতে সহজতর হয়।
আমার মতামত হ্যা হওয়ার পর আমার পরিবার পাএের ব্যাপারে খোঁজ খবর নেই এবং পাএের পরিবার ও পাএের মধ্যে সব কিছু ঠিক পেয়েছে আলহামদুলিল্লাহ,, এমনকি পাএের সামাজিক বংশ মর্যদাও সব মিল আছে আমাদের সাথে। তবে পাএ স্টুডেন্ট এখনো এবং মাসিক ইনকাম ৬-৮ হাজার টাকা। ১ম ১ম সবার একটু অমত থাকলেও পরবর্তীতে আমার পরিবার সব কিছুতে রাজি হয় এবং কম মোহরে ও সুন্নাহ মোতাবেক বিয়ের দেয়ার জন্য অনেক কষ্টে আমার পারিবারকে রাজি করায়।
এবং আপাতত আকদ করে রাখার সিদ্ধান্ত নেয় কারণ আমি ও পাএ দুজনেই পড়াশোনারত অবস্থায় আছি।
সব কিছু এতদিন ঠিক ঠাক ছিল,, কিন্তু এখন আমার পরিবার জানতে পারে পাএের মা এর চাচাতো বোন এর শ্বশুর বাড়ি আমাদের এলাকায়।
এবং তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো,, কিন্তু তাদের বংশ মর্যদার সাথে আমাদের বংশ মর্যদা মিলে না বিধায় আমার পরিবার এই বিয়ে ভেঙে দিতে চাচ্ছে।
এর জন্য আমি প্রশ্ন করাই আমাকে নানা ধরনের কথা শুনায়। যেমন আমি ওই ছেলেকে বিয়ে করলে আমি আমাদের গ্রামে যেতে পারবো না। ভবিষ্যতে কোনো কিছু হলে আমার পরিবার এর জন্য দায়বদ্ধ থাকবে না,, কেন আমি ওই ছেলেকে বিয়ে করতে তর্ক করছি,, কারণ জানতে চাচ্ছি সহ নানা রকমের কটুকথা বলে।
আমি যখন প্রশ্ন করি পাএ ও পাএের নিজের পরিবারে কোনো রকম সমস্যা আছে কিনা তখন আমাকে বলা হয় যে পাএ ও পাএের পরিবারে কোনো রকম কোনো সমস্যা নেই।
কারণ নাকি একটাই যে পাএের মা এর চাচাতো বোনের শ্বশুর বাড়ির বংশ মর্যদার সাথে আমাদের বংশ মর্যদা নাকি মিলে না।
শুধু মাএ এই একটা কারণেই কি বিয়ে ভেঙে দেয়া উচিত?? আমার পরিবারের সাথে এই বিষয়ে তর্ক করাটা কি আমি বেয়াদবি করছি?? আমার কি চুপ থাকা উচিত??
আমার করণীয় কি আসলে??