আসসালামু আলাইকুম হুজুর
হুজুর আমি মেয়ে,, আমাকে বাবা মা পড়াশোনা করিয়েছেন,,তারা চান আমি জব করি,,আমি চাই যা আমার আখিরাতের জন্য উত্তম আমি শুধু সেটাই করবো,,আমি একটি সফটওয়্যার কম্পানিতে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করি,,ঘরে বসেই,,কিন্তু দুবেলা ৭ জন বসের সাথে অডিওতে নিজের সারাদিনের কাজের আপডেট টা বলতে হয়,,এতে আমার কন্ঠের পর্দার খেলাফ হচ্ছে,,( বাধ্য হয়ে করতে হচ্ছে হুজুর,আমি এটা না করলে আমার পরিবার,, আত্মীয় স্বজন সবাই আমার উপর নারাজ হয়ে যাবে হুজুর,, কেও মেনে নিবেনা)আর এখানে কাজ করতে হলে প্রতিনিয়ত নতুন নতুন টেকনোলজি শিখতে হবে,,যদিও অর্থ বেশি,,কিন্তু এই কাজটি শুধুমাত্র আমার দুনিয়ার জন্যই ভালো হচ্ছে,, আমি এতো পরিশ্রম দিয়ে এই দুনিয়াবী শিক্ষা অর্জনের পিছনে দিতে চাইনা,,,আমি চাই হালাল ভাবে উপার্জন করতে,, এবং নিজের পরিবার ও অসহায়দের সাহায্য করতে,, আমাকে পরিবার থেকে দেরিতে বিয়ে দিবে,,কেনোনা আমার পরিবারের দ্বীনের বুঝ নেই,,,,হুজুর আমাকে এমন একটা উপার্জনেের পথ বলেদিন যেগুলো করলে আমি আখিরাতের জন্যেও সফল হতে পারবো,,অনেক সওয়াবও অর্জন করতে পারবো,,আবার হালাল অর্থও উপার্জন করে সচ্ছল হতে পারবো।
১) আমি যদি শুধুমাত্র প্রয়োজনীয় কথা বলি,,তবুও কি জবটি করা নাজায়েজ হবে!? এখানে সবাই অনেক সিনিয়র,, আমি সবাইকে আঙ্কেল ডাকি।
২)হজুর যদি এই জবটা না করা যায়,তাহোলে আমাকে শরিয়ত সম্মত কিছু কাজের কথা বলে দিন,, যেই কাজগুলোর মাধ্যমে আমি উপার্জন করতে পারবো,,এবং যেই কাজগুলো করলে আখিরাতের জন্যেও উত্তম প্রতিদান পাবো।
৩) হুজুর আমি এক বেদ্বীন পরিবারে আছি,,আমার পরিবারের কেও পর্দা করা তো দুরের কথা, সালাতের সামনে দিয়ে যেতেও দ্বিধা বোধ করেনা,,হুজুর কালকে আমার মা ২ বার আমার সালাতের সামনে দিয়ে হেটে যান,,সব জেনেও,,পরে আমি বলতে গেলে,,পুরো বাড়ি চিল্লাচিল্লি করে মাথায় তুলেন,,বলেন বেয়াদব আমাকে শাসন করতে আসিস? এতোবড় সাহস তোর,,উনার ব্যাবহার অত্যন্ত কর্কশ এবং ছোট্ট বিষয় গুলো নিয়েও অনেক চিল্লাচিল্লি করেন,,হুজুর আমি আস্তে করে বলে ফেলেছি গলাটা একদম ফেরাউনের মতো! এরপর থেকে মা ও আমার সাথে কথা বলেনা,,আর উনাকে বারবার নিষেধের পরেও আমার সালাতের সামনে দিয়ে গিয়েছেন এরজন্য কষ্টে আমিও যেচে কথা বলতে যাইনা,,হুজুর এই পরিবারে গান,নাচ,টিভি,,এমন কোনো ফেতনা নেই যা হয়না,,মাহরাম মেনে চলা তো দুরের কথা,,
হুজুর আমার বয়স ২১ বছর আমার মনে অনেক রকমের চিন্তা আসে যার জন্য আমার অনেক পাপ হচ্ছে,,হুজুর আমি চাই একজন প্রকৃত তাকওয়াবান,মুত্তাকি,,কোনো মুফতি সাহেবকে বিয়ে করতে,,যেন প্রতিটি মুহুর্তে আমি আল্লাহকে স্মরণ করতে পারি,,যারসঙ্গে থাকলে আমি খাস পর্দা করতে পারবো,,কন্ঠেরও পর্দা করতে পারবো,, যারসঙ্গে থাকলে আমি সহযেই দুনিয়ায় আখিরাতে সফল হতে পারবো,,কিন্তু হুজুর আমার পরিবার অনেক আধুনিক,, উনারা এখন আমার বিয়ের কথা ভাবেনও না,,আমি যদিও অন্য কাওকে দিয়ে বলাই,,আমাকে তারা ত্যাজ্য করে দিবে হুজুর,,তারা কখনোই আমাকে হাসিমুখে বিয়ে দিবেনা,,আমার বয়স ২৬/২৭ হবার পর হয়তো বিয়ের কথা ভাববে,,কিন্তু হুজুর আমি দ্রুত বিবাহ করতে চাই,,আমি এখান থেকে বের হতে চাই! আমি একজন মেয়ে হয়ে নিজের বিবাহের জন্য কিভাবে কি করবো হুজুর!! আর আমি মুফতী কোথায় কিভাবে পাবো!? হুজুর সব মুফতী সাহেবরাই কি প্রকৃত তাকওয়াবান হয়!?
হুজুর আমি আপনার কাছে অনুরোধ করছি দয়াকরে আমার দ্রুত বিবাহের জন্য এবং প্রকৃত তাকওয়াবান দ্বীনদার ব্যাক্তি পাবার উপায় বলে দিন,,এবং বিবাহের জন্য এই অসম্ভব অবস্থা থেকে বের হবার রাস্তা বলেদিন যেন আমার পরিবার নিজে থেকে রাজি হয়ে যায়,, তারা রাজি হওয়া প্রায় অসম্ভব হুজুর! এবং আমি যেহেতু জেনারেল পড়ুয়া, সেক্ষেত্রে কোনো মুফতি কি আমাকে বিবাহ করবে!?
৪) নিজের মোবাইলে যদি ননমাহরামের দেখার কোনো সম্ভাবনাই না থাকে তবুও কি ছবি রাখার,, বা নিজের ছবি তোলা নাজায়েজ হবে?
আমার ফোনে আগের কিছু ছবি ছিলো,, এগুলো কি রাখা জায়েজ হচ্ছে!?