১. আজকে আমার ওয়াইফের সাথে মজা করে একটা কথা বলি,যার ফলে সে খুব রাগ করে ফেলে, তখন রাগ করে বলে,"এখন তোমাকে আমি ছেড়ে দিবো? তখন আমি চুপ থাকি, হাটতেছিলাম তখন বলে, "তর সাথে আমি যাবো না, তুই তর মতো যা",/" তর সাথে থাকবো না আমি" এধরনের কিছু একটা বলেছিলো,। পরে আবার হয়তো বলেছিলো "আমি তর সাথে নাই" (এই কথা বলেছে কিনা শিওর মনে পরছে না,সন্দেহ হচ্ছে) তার তালাকের অধিকার থাকলে কি এই কথা গুলোতে কি তালাক পতিত হবে?
(আসলে ছাড়ার কথা বলায় মজলিস হয়েগেছে কি না তার জন্য জিজ্ঞেসা)