আসসালামু আলাইকুম,
1️⃣উস্তাজ,বাবার ইনকাম হালাল হারাম মিক্সড।প্রায় সারা মাস হালাল টাকায় চলে তবে মাসের শেষের দিকে (১/১.৫ সপ্তাহ)হারাম টাকাও খরচ করা হয় সংসারে।এটা শিওর।তবে মাসের মাঝেও হারাম টাকা সংসারে খরচ করা হতে পারে।এটা শিওর না।তবে সন্দেহ হয়।
এর জন্য সুস্থ থাকতে যতটুকু খাওয়া প্রয়োজন(নিয়মিত তিনবেলা)ততটুকু খাই।এটা কি ঠিক আছে?এমনভাবেই কি চলবো?
আসলে অন্যান্য ফলমুল/মুড়ি হালাল টাকাতে আনা হলেও মাসের শেষের দিকেতো উপায় থাকে না হারাম খেতেই হয় তাই হালাল ফলমুল/মুড়ি খাই না।যার কারণে বাড়ির লোক অনেকসময় বলে এগুলো তো হালাল টাকাতে আনা।তো এগুলো কি খেতে পারব?নাকি না খাওয়াটাই ভালো হবে?
2️⃣হারাম হালাল মিক্সড কিছু টাকা আছে সঞ্চয় হিসেবে।এর আগে প্রশ্ন করেছিলাম এই টাকা থেকে গহনা দিলে নিতে পারব কি না?আপনি বলেছিলেন নিতে পারব না।
কিন্তু পরিবার থেকে বলে, হালাল হারাম টাকার মধ্যে আনুমানিক যত টাকা হালাল সেই টাকা দিয়ে তোমাকে গহনা দিব।বাকি হারাম টাকা আমাদের থাকবে।তোমার নিতে আপত্তি কোথায়?
কিভাবে বোঝাতে পারি তাদেরকে?
দলিল/যুক্তি দিয়ে।একটু সাহায্য করবেন উস্তায।
3️⃣যে ক্রীমগুলো ফেস হালকা উজ্জ্বল করে, একেবারে অনেকটা উজ্জ্বল করে এমন না।সেগুলো কি ব্যবহার করা যাবে?আর এটা কি প্রয়োজনীয় জিনিসের অন্তর্ভুক্ত হবে?