কোনো এক ব্যক্তি মসজিদে ফরজ সালাত আদায় করার পর একটু অস্বস্তি বোধ করার কারণে সুন্নত বসে আদায় করার চিন্তা করলো, এরপর তার মনে হলো সে যদি বসে সুন্নত আদায় করে তবে অন্যরা না জানার কারণে তার সালাত হয়নি ভাবতে পারে, আবার সুস্থ সবল যুবক হওয়া সত্ত্বেও বসে সালাত আদায় করার কথা ভেবে সে লজ্জা অনুভব করলো।
এমতাবস্থায়, সে যদি দাঁড়িয়ে সালাত আদায় করে তবে কি তা রিয়ার অন্তর্ভুক্ত হবে? এরকম চিন্তা আসার পর কি দাঁড়ানোর থেকে বসে সালাত আদায় করাই উত্তম হবে, যাতে রিয়া থেকে বাঁচা যায়?