আসসালামু আলাইকুম।
আমি একজন WordPress Website Developer & SEO Specialist.
Fiverr নিয়ে প্রশ্ন,
১। ফাইভার যেহেতু ইহুদি কম্পানি, সেক্ষেত্রে আমরা যা উপাজন করছি ফাইভার এর মাধ্যমে সেখান থেকে তারা ২০% কেটে রাখে। এবং তার থেকে কিছু সরকার কে দেন এবং সেই টাকা দিয়ে সরকার মুসলিম দের উপর আক্রমন করছে, অভন্তরিন বিষয় জানা নেই, আল্লাহ্‌ তাদের হেদায়েত দিক, আমি কি ফাইভারে কাজ করতে পারবো নাকি তাকে এরিয়ে যাবো্? অনেক ক্ষেত্রে দেখা যায় ফাইভারে কাজ করতে হলে রাতে জেগে কাজ নিতে হয় সে ক্ষেত্রে না ঘুমানর জন্য সরিরের ক্ষতি হয়, হয়ত এখন বুঝা যাচ্ছে না, পরে এটার প্রভাব পরবে, এটাও কি তাদের একটা চক্রান্ত হতে পারে, যে মুসলিম মানুষ কে শারিরিক ভাবে দুর্বল করে দিচ্ছে এভাবে।
২। আমি যদি কোন হালাল ব্যবসাহের ওয়েবাইট( যেমনঃ ট্রাভেল,রেস্টুরেন্ট,রিয়ালস্টেট,সার্ভিস টাইপ ব্যবসাহের) বানিয়ে দেই, সেখানে কিছু হিজাব হিন নারির( কুট টাই পরা, মাথার চুল খুলা ) ছবি যুক্ত করতে হয়,এমত অবস্থায় আমি জানি হিজাব বিহিন ছবি যুক্ত করলে সেই মহিলাকে যত মানুষ দেখবে তাদের গুনাহের কিছু অংশ আমার আমল নামায় যুক্ত হতে থাকবে) এখন সম্পূন ওয়েবসাইট টি আমি নিজে বানালাম, এবং ছবি গুলো যুক্ত করার কাজ কোন হিন্দু মানুষ কে দিয়ে করিয়ে তাকে আমি কিছু পরিমাণ বিনিময় দেই, সেক্ষেত্রে কি আমার আমল নামায় প্রতিনিয়ত গুনাহ যুক্ত হতে থাকবে, যতদিন সেই মহিলার ছবি অন্য মানুষ দেখছে। নাকি আমি এর থেকে বেচে যাবো,যেহেতু আমি ছবি যুক্ত করি নি, আমি শুধু ওয়েবসাইট বিল্ড করে দিয়েছি,
৩। SEO নিয়ে কাজ করলে অনেক সময় মহিলাদের ছবি যুক্ত ওয়েবসাইটে কাজ করতে হয়। সেক্ষেত্রে আমার কাজ শুধু কোন নিদিষ্ট পেজ কে Google এ রাঙ্ক করা এবং মানুষের কাছে নিয়ে যাওয়া কোন প্রকার ছবি যুক্ত করা কাজ আমার নয়।। আমি যে র‍্যাঙ্ক করে মানুষের সামনে নিয়ে যাচ্ছি মানুষ( মুসলিম বা অমুসলিম পুরুষ ) সেই হিজাব হিন মহিলাকে দেখছে, এবং গুনাহ হচ্ছে, এতে করে কি আমার আমল নামায় প্রতিনিয়ত গুনাহ যুক্ত হচ্ছে?
৪।মনে করুন আমি একটি ওয়েবসাইট ক্লাইন্ট কে বানিয়ে দিলাম সেখানে ৩ টা মহিলার কুট টাই পরা আছে, মাথার চুল খুলা রেখে ছবি দেয়া আছে। সেই ছবি গুল কে আমি যুক্ত করেছি প্রয়জনের খাতিরে যেমন তাদের মধ্যে কেউ Founder,Co-founder etc. সেক্ষেত্রে আমি যেহেতু যুক্ত করেছি আমার দ্বারা ছবি গুল মানুষের কাছে যাচ্ছে তারা দেখছে গুনাহ হচ্ছে, আমিও কি এর জন্য আমার আমল নামায় প্রতিনিয়ত গুনাহ যুক্ত হচ্ছে, যেহেতু একদিকে গুনাহ যুক্ত হচ্ছে সেজন্য আমি যদি কিছু পরিমাণ টাকা দান করি মসজিদ মাদ্রসা, দান করি তাহলে কি আমার উপরক্ত গুহান মুচন হবে?