আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
125 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (1 point)
আসসালামু আলাইকুম
আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন। উনি ২০১২ সালে মারা যান চাকরিরত অবস্থায়, তখন আমি ইন্টারমিডিয়েট ২য় বর্ষে পড়তাম। আমার বাবার পেনশনের টাকা  পেতে পেতে ২০১৪ সাল হয়ে যায়। আমার বিয়ের জন্য তখন ৪ লক্ষ টাকা রাখা হয় যা ২০১৮ সাল পর্যন্ত আমার আম্মুর একাউন্টেই ছিল৷ ২০১৮ সালে আমার বোন ২ বছরের জন্য টাকা টা ধার নেয় ফ্ল্যাট কেনার জন্য। আবার ২০২০ সালে আমার ভাই ধার নেয় ২ বছরের জন্য উনিও ফ্ল্যাট কেনার জন্যই নেন।বিগত বছর গুলোতে এই টাকার কোন যাকাত দেয়া হয় নাই। যাকাত দেয়ার মতো আমার কোন ইনকাম ছিল না। ২০২২ সালে আমার বিয়ে হয় তখন ভাই আমাকে ৩ লক্ষ টাকা ফেরত দেন যা বিয়ে তে খরচ হয়ে যায়। বাকি ১ লক্ষ টাকা উনি ২০২৩ সালের মে মাসে ফেরত দেন। এখন আমার এ্যাকাউন্টে ১ লক্ষ টাকা আর ২ ভরি গহনা আছে, এছাড়া আমার কোন ইনকাম সোর্স নেই।
এখন আমি জানতে চাচ্ছিলাম এই মূহুর্তে আমার যাকাত দিতে হবে কিনা? আর বিগত বছর গুলোতে যাকাতের বিধান কি?
দু:খিত লেখা অনেক বড় হয়ে গেলো। ভূল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

অগ্রিম ধন্যবাদ

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)دين قوي (শক্তিশালী ঋণ) এটা দ্বারা সেই টাকা বা মাল উদ্দেশ্য যা কাউকে ধার দেয়া হয়েছিলো,বা ব্যবসায়িক পণ্যর বিনিময়ে কারো উপর ওয়াজিব ছিলো।কিংবা এমন কোনো গৃহপালিত পশুর বিনিময়ে কারো উপর ওয়াজিব ছিলো যে প্রাণীর উপর যাকাত ওয়াজিব ছিলো।এমন দাইনে চল্লিশ দিরহাম পরিমাণ উসূল হওয়ার পর যাকাত ওয়াজিব হবে।(যখন থেকে পাওনা ছিলো তখন থেকে এক বৎসর পূর্ণ হওয়ার পর যাকাত ওয়াজিব হবে তথা হস্তগত হওয়ার পূর্বের বৎসর সমূহের যাকাত তখন আদায় করতে হবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 1483 

যদি কারো নিকট ৭.৫ ভড়ি স্বর্ণের চেয়ে কম থাকে, এবং বৎসরের শুরুতে ও শেষে রূপা বা প্রয়োজন অতিরিক্ত কিছু টাকা হাতে থাকে,(১০০ বা ২০০ হোক) এবং সব মিলিয়ে ৫২ ভড়ি রূপার সমপরিমাণ হয়ে যায়, তাহলে তার উপর যাকাত ফরয হবে। 
বৎসরের শুরুতে কিছু টাকা ছিল,কিন্ত শেষে নাই, বা বৎসের মধ্যখানে ছিল,কিন্তু তারপর আর নাই,এমন হলে তখন কিন্তু স্বর্ণের সাথে মিলিত হবে না এবং যাকাতও ওয়াজিব হবে না। তাছাড়া টাকাটা প্রয়োজন অতিরিক্ত হতে হবে।অর্থাৎ এমন টাকা যা সংসারে বা নিজ প্রয়োজনে খরচ হবে না। বরং এগুলো অতিরিক্ত জমানো টাকা। খরচ হয়ে গেলে বা অচিরেই খরচ হয়ে যাবে, এমন হলে, সেই টাকা কিন্তু প্রয়োজন অতিরিক্ত বলে গণ্য হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 82438

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার নিকট যতটুকু গহনা আছে, সেই গহনার বিক্রয়মূল্য এবং আপনার নিকট যেই ১ লাখ টাকা আছে, সেই সব টাকার এক বৎসর অতিবাহির হওয়ার পর যদি সবক'টির মূল্য যেহেতু ৫২ ভড়ি রূপার অধিক মূল্যমানের, তাই আপনাকে ২.৫% যাকাত দিতে হবে।

তাছাড়া অতীতে যেই টাকা আপনার ভাই বা বোনের নিকট ছিলো, উসূল হওয়ার পর সেই টাকা গুলোর যাকাত দিতে হবে। যত বৎসর তাদের নিকট ছিলো,তত বৎসরের যাকাত দিতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
তাহলে কি আমি যাকাত ২০১৫ সাল থেকে দিবো নাকি ২০১৯ সাল থেকে?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...