আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
179 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (20 points)
আসসালামু আলাইকুম।
একজন বিধবা বোনের ৭ ভরি স্বর্ণ আছে। কিন্তু তার বর্তমানে কোনো ইনকাম নেই। ভাই বোনদের সহায়তায় সংসার চালান।

তাকে যাকাত দেয়া যাবে?
 না তিনি নিজে যাকাত দেবেন? কিন্তু তার তো এত টাকা নেই৷ কিভাবে কি করবেন?

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে। 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/121


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু উনার নিকট ৭ ভড়ি স্বর্ণ রয়েছে, কিন্তু নগদ টাকা নাই, তাই উনার উপর যাকাত ফরয হবে না। আর যার উপর যাকাত ফরয হয়না, তিনি যাকাত গ্রহণ করতে পারেন। তাই ফিকহের মূলনীতির আলোকে তিনি এখন যাকাত গ্রহণ করতে পারবেন। তবে উনার নিকট যদি যৎ সামান্য টাকা কখনো চলে আসে, তাহলে তখন ৫২.৫ ভড়ি রূপার মূল্য হিসেবে উপর যাকাত ফরয হয়ে যাবে। চায় এক টাকা ই হোক। বৎসরে শুরুর দিন এবং শেষের দিন যদি হাতে টাকা থাকে, তাহলে যাকাত ফরয হবে। নতুবা ফরয হবে না।  

দারুল উলূম দেওবন্দের একটি ফাতাওয়ায় বলা হয় যে,
Fatwa : 663-590/SN=07/1440
سونے کا نصاب ساڑھے سات تولہ یعنی تقریباً ساڑھے ستاسی گرام ہے، اگر کسی کے پاس قابل زکات مال میں سے صرف سونا ہے اور کوئی چیز مثلاً چاندی، روپیہ پیسہ وغیرہ نہیں ہے تو مذکورہ بالا مقدار کا پایا جانا ضروری ہے، اس سے کم پر زکات واجب نہ ہوگی؛ لیکن اگر سونا کے ساتھ کچھ چاندی یا روپیہ پیسہ بھی ہے خواہ کتنا ہی کم ہو تو پھر چاندی کا نصاب یعنی ۶۱۲/ گرام ۳۶۰/ ملی گرام معیار بنے گا؛ لہٰذا صورت مسئولہ میں اگر آپ کی بیوی کے پاس صرف سات تولہ سونا ہے اور کوئی قابل زکات مال مثلاً چاندی روپیہ پیسہ (اگر چہ دو چار روپئے ہی کیوں نہ ہوں) نہیں ہے تو ان پر شرعاً زکات واجب نہیں ہے؛ بلکہ جب سونا بہ قدرِ نصاب ان کے پاس جمع ہو جائے گا تب زکات واجب ہوگی؛ ہاں اگر آپ کی بیوی کے پاس چاندی تو نہیں ہے؛ لیکن روپیہ پیسہ ہے خواہ قلیل ہو یا کثیر تو چونکہ معیار نصاب چاندی ہے اور صورت مسئولہ میں آپ کی بیوی کا مملوکہ مال نصاب چاندی کو پہنچ رہا ہے؛ اس لئے ان پر شرعاً زکات واجب ہے۔ ویضم الذہب إلی الفضة وعکسہ بجامع الثمنیة قیمةً وقالا بالأجزاء ․․․․․․․ قولہ: ویضمّ الخ أي عند الاجتماع ، أمّا عند انفراد أحدہما فلا تعتبر القیمة اجماعاً الخ (درمختار مع الشامی: ۳/۳۳۴، ط: زکریا) ۔


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...