বিসমিহি তা'আলা
জবাবঃ-
মহিলাদের জন্য ঘরের বাহিরে বা পর-পুরুষের সামনে হিজাব পরিধান করা ফরয।
আর ঘরের ভিতর মাহরাম পরুষের সামনে হিজাব ফরয নয়।তবে সতর ঢেকে রাখা ফরয।কব্জি পর্যন্ত হাত,টাখনু পর্যন্ত পা,এবং চেহারা ব্যতীত সমস্ত শরীরই সতরের অন্তর্ভুক্ত- বিস্তারিত জানতে ভিজিট করুন-572
শুধুমাত্র আযান নয় বরং সর্বাবস্থায়-ই মাথাকে ঢেকে রাখা মহিলাদের জন্য বাধ্যতামূলক- বিস্তারিত জানতে ভিজিট করুন-732
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.
পরিচালক
ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ