আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
878 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (12 points)
বাসায় যদি স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ না থাকে এবং গরমের কারনে বাসায় দিনের বেলায় বা রাতের বেলায় যদি ছোট কাপড় পরিধান করে থাকে, তাহলে কোন সমস্যা আছে কিনা?............................................................................................................................................................................................................................................................................................................................................................................

1 Answer

0 votes
by (696,450 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বাসায় যদি স্বামী-স্ত্রী ব্যতীত অন্য কেউ না থাকে,তাহলে বাসায় সতর ঢাকে এমন কাপড় পরিধান করে থাকাটা উত্তম।হিজাব পড়া লাগবে না।দু-হাত কনুই পর্যন্ত,ও পা ঢাখনু পর্যন্ত এবং মূখ খুলা রাখতে পারবে।হিজাব পড়া লাগবে না।তবে প্রয়োজনে আরো ছোট কাপড়ও পরিধান করতে পারবে।কিন্তু প্রয়োজন ব্যতীত ছোট কাপর পরিধান করা বা সতর খুলে অবস্থান করা মাকরুহ।
লক্ষ্য করুন নিম্নোক্ত হাদিসটিকে........
٣١١٧ - وعن بهز بن حكيم عن أبيه عن جده قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: «احفظ عورتك إلا من زوجتك أو ما ملكت يمينك، قلت: يا رسول الله أفرأيت إذا كان الرجل خاليا قال فالله أحق أن يستحيا منه» . رواه الترمذي، وأبو داود، وابن ماجه.
হযরত বাহয ইবনে হাকীম রাহ.তার পিতা হাকীম থেকে এবং তিনি মা'আবীয়া রাঃথেকে বর্ণিত,নবীজী সাঃ বল্লেনঃ হে মু'আবীয়া! তুমি তোমার সতরে আওরাতকে হেফাজত করো,তবে স্ত্রী ও বাদী ব্যতীত (অর্থাৎ তাদের থেকে হেফাজত লাগবেনা)রাবী বলেনঃ হে আল্লাহর রাসূল সাঃ যদি কেউ খালি ঘরে অবস্থান করে উক্ত ব্যক্তি সম্পর্কে আপনি কি মনে করেন?সে কি এমতাবস্থায় ও তার সতর ঢেকে রাখবে? নবীজী সাঃ প্রতিউত্তরে বললেনঃআল্লাহ-ই বেশী হক্বদ্বার যে, তাকে লজ্বা করা হবে।(অর্থাৎ তাকে লজ্বা করে সতরকে ঢেকে রাখা হবে) (মিশকাত-৩১১৭)

মুল্লা আলী ক্বারী রাহ বলেনঃ
  (قال فالله) أو ملائكته (أحق أن يستحيا منه)
 وهذا يدل على وجوب الستر في الخلوة إلا عند الضرورة كما سبق -
উক্ত হাদীস প্রমাণ করে যে,বিশেষ প্রয়োজন ব্যতীত একাকী অবস্থায়ও সতর ঢেকে রাখা ওয়াজিব।কেননা আল্লাহ এবং ফেরেশতাগণকে অবশ্যই লজ্জা করা উচিৎ,এবং লজ্জার ধরুন সতর ঢেকে রাখা উচিৎ।তবে সে সময়ও হিজাব মানে এক চোখ খোলা রেখে সমস্ত চেহারা ঢেকে রাখা ওয়াজিব নয়। (ফাতাওয়ায়ে মাহমুদিয়া,১৯/২৫৫,দারুল ইফতা," জামেয়া ফারুক্বিয়া করাচী" কর্তৃক সত্যায়িত ও সংশোধিত এবং ২৫ ভলিউমে প্রকাশিত)

মহিলাদের মাথা ও চুল আওরাতের অন্তর্ভূক্ত।
মাওসুআতুল ফেকহিয়্যায় বর্ণিত রয়েছে,
ارْتِدَاءُ الْمَرْأَةِ الْحُرَّةِ الْخِمَارَ، بِوَجْهٍ عَامٍّ، وَاجِبٌ شَرْعًا؛ لأِنَّ شَعْرَ رَأْسِهَا عَوْرَةٌ بِاتِّفَاقٍ ... 
আযাদ মহিলার জন্য উড়না দ্বারা মাথা ঢাকা ওয়াজিব।কেননা মহিলাদের মাথা সমস্ত উলামাদের মতে সতর বা আওরাতের অন্তর্ভুক্ত।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (12 points)
জাযাকাল্লাহু খইরন জাযীলান শায়খ

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 250 views
0 votes
1 answer 2,749 views
0 votes
1 answer 259 views
asked Aug 15, 2021 in সালাত(Prayer) by Sadia (46 points)
...