আসসালামু-আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
সকাল-সন্ধ্যার দোয়াগুলো কখন পড়তে হবে ? শুরু ও শেষ সময় কখন, তা জানতে চাই।
সকাল বলতে কি ফজরের নামাজের আযান এর পর থেকে শুরু হয় ? নাকি সূর্যোদয়ের পর থেকে সকাল ধরা হয়?
আর সন্ধ্যার ক্ষেত্রে, সন্ধ্যার আমলের সময়সীমা কতক্ষন? আসর এর পর নাকি মাগরিব এর পর থেকে রাতে ১২ টার আগে করলেই হবে?
প্রায় ক্ষেত্রেই এটি দেখা যায়, তাবলীগের সফরে বা এলাকায় তাবলীগের সাথীরা ফজর এর নামাজের পরপর বিভিন্ন ইজতেমায়ী আমল-এ ব্যস্ত হয়ে যান। মসজিদে ঈমানী মুযাকারা, এরপর মসজিদের বাহিরে গাশত, এরপর সকালের মাশওয়ারা, খাবার এরপর কিছুক্ষন বিশ্রাম, এরপর আবার তালীম ইত্যাদি। এর মধ্যে ইনফিরাদী ওযীফা বা যিকিরের সময় কিভাবে বের করা যাবে ? সকালের আমলগুলো কি দুপুর ১২ টা বাজে যখন ইনফিরাদী আমল এর জন্য ফারেগ করা হয়, তখন করা যাবে ?
আবার আসর ও মাগরিব এর পরও ইজতিমায়ী আমল থাকে। তাহলে সন্ধ্যার যিকির কখন আদায় করা যাবে ?
একটু সুন্দর করে বুঝিয়ে বলবেন প্লিজ। তাবলীগের সফরে না থাকলে বা এলাকায় ইজতিমায়ী আমল-এ না জুড়লে হয়তো শিডিউল নিয়ে এমন অবস্থা হতো না।