আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিয়ের সময় স্বামী স্ত্রী কেউই জানতেন না স্ত্রীকে যে আলাদা করে তালাকের অধিকার দেয়া যায়। পরবর্তীতে কাবিনে লিখা পেয়েছি,যে স্ত্রীকে তালাকের অধিকার দেয়া হয়েছে,এটা কাজী সাহেব করেছেন,স্বামীর অজান্তে। এখন স্বামী,স্ত্রী কেও চায় না তালাকের অধিকার স্ত্রীর কাছে থাকুক,এটা এখন কিভাবে কি করা যায়। স্বামী নিজে যদি বলেন স্ত্রীকে,তোমাকে আমি তালাকের কোনো অধিকার দিলাম না,তাইলে হবে। এ নিয়ে আমার ভয় হয়,শয়তান মনে কুধারণা,কুমন্ত্রণা দেয় যে এটা বললে আমি তালাক হবে,ঐটা করলে আমি তালাক। মুখে কোনোদিনও বলা হয় নাই। মনে মনেই চলে এসব। স্বামী তালাকের অধিকার ফিরিয়ে নিলে এই সমস্যার সমাধান হবে??স্ত্রীর মনে হয় তখন শয়তান ওয়াওয়াসা দিয়েও লাভ নাই,কারণ স্ত্রীর কাছে তো অধিকারই নাই। উস্তাদ বিস্তারিত পরামর্শ অনুগ্রহ করে। জাযাকিল্লাহ খাইরান।