৪.
কয়েকদিন যাবত তামা* বিষয়েও নানা সময় ওয়াস ওয়াসা আসছে।আমি এগুলোকে পাত্তা দিচ্ছি না।
এক্ষেত্রে যদি কোন কিছু উচ্চারিত হয় তাহলে কি কোন সমস্যা হবে?
৫. আমি একজন শিক্ষক।
আমার এক ছাত্রীকে তার ব্যাগের মধ্য স্কেল দিয়ে বারি দেই। ওই ধরনের ব্যাগের পেছনে
আল্লাহ ভরসা লেখা আছে। যখন বারি দেই তখনই বিষয়টি মনে পরে। এরপর থেকে মনে হয় একি
করলাম, কিভাবে করলাম, কাকে উদ্দেশ্য করে দিলাম ইত্যাদি। আমি ক্লাসেই ভাবতে থাকি। এবং
পুনরায় বিষয়টি অভিনয় করতে থাকি মনে মনে। এবং ব্যাগের স্যামনে এসে আবার মনে মনে
চিন্তা আসে ওই নামটিতে – “আল্লাহ ভরসা” লেখাতে বারি দেওয়ার নাউজুবিল্লাহ। কিন্তু বাস্তবে
তা করি নাই। তবে হাতে স্কেল ছিল এবং কিছুটা তা দ্বারা বারির ইশারা করা হয়েছিল।
এতে কি কোন সমস্যা হবে?
কিসব অদ্ভুদ কিছু ঘটছে আমি
নিজেও অবার হচ্ছি।
৬. আমার এই সকল লেখার কারনে বা লেখার কোন ভুল ত্রুটির কারনে কি কোন সমস্যা হবে?
আমাকে আবার ও
আপনি পরামর্শ দেন।আমি আপনার পরামর্শ মতো আবার চলার চেষ্টা করব, ইনশা আল্লাহ।