জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
শরীয়তের বিধান হলো কফ গিলে ফেললে রোযা নষ্ট হবে না। কেননা উহা মুখের সাধারণ থুথুর অন্তর্গত। মুখের মধ্যে সাধারণ পানি যাকে থুথু বলা হয় তা দ্বারা রোযা নষ্ট হয় না।
সুতরাং কফ গিলে ফেলার দ্বারাও রোযা ভেঙ্গে যাবেনা।
(ফাতাওয়ায়ে রিয়াযুল উলুম ৩/৩০৩.আপকে মাসায়েল আওর উনকা হল
৩/৪০৩)
ইমাম বুখারী রহ. বলেন,
وَقَالَ عَطَاءٌ وَقَتَادَةُ يَبْتَلِعُ رِيقَهُ
আতা রহ. ও কাতাদা রহ. বলেন, রোজাদার তার মুখের থুথু গিলে ফেলতে পারে। (বুখারী পরিচ্ছদঃ ১২১০)
বিস্তারিত জানুনঃ
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে রোযার কোনো সমস্যা হবেনা।
,
(০২)
আল্লাহ তা'আলা বলেন,
إِنَّ الصَّلاَةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا
নিশ্চয় নামায মুসলমানদের উপর ফরয নির্দিষ্ট সময়ের মধ্যে।(সূরা নিসা-১০৩)
পুরুষ-মহিলার সকলের উপরই নির্দিষ্ট সময়ে নামায পড়া ফরয।ওয়াক্ত আসার পূর্বে নামাজ আদায় করা জায়েজ নয়।
এতে উক্ত নামাজ আদায় হবেনা।
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই বোন,
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত নামায রোযার স্থায়ী ক্যালেন্ডারের ভিত্তিতে ইফতার ও সাহরীর সময়কে নির্ধারণ করবেন।এ ক্যালেন্ডারের সাথে যদি কোনো গুগলের টাইম মিল থাকে,তাহলে এই প্রদর্শিত সময়কে আপনি গ্রহণ করতে পারবের।তবে এক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হল আপনি পাশের মসজিদকে অনুসরণ করে নিবেন।
বিস্তারিত জানুনঃ
,
(০৩)
এই বিষয়ে বিস্তারিত জানুনঃ
,
(০৪)
এভাবে দ্বীনি জ্ঞানঅর্জন করলে কোনো সমস্যা হবেনা।
,
তবে সেই লেকচার গুলো যদি ভিডিও হয়,তাহলে সেক্ষেত্রে বিধান কিছুটা ভিন্ন।
কারন কিছু ইসলামী স্কলারগন সেটার অনুমতি প্রদান করেনা।
,
ভিডিও লেকচার দেখা নিয়ে বিস্তারিত জানুনঃ