ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
নামাযে তিন তাসবীহ পরিমাণ চুপ থাকার কারণে সাহু সিজদা ওয়াজিব হয়।
(-ফাতাওয়া হিন্দিয়া ১/১৩১; ফাতাওয়া খানিয়া ১/১২২; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৩; বাদায়েউস সানায়ে ১/৪০২; শরহুল মুনইয়াহ পৃ. ৪৬৫; আলমুহীতুল বুরহানী ২/৩৩৯; ফাতাওয়া তাতারখানিয়া ১/৭৪৭; আদ্দুররুল মুখতার ২/৯৩ ও ১/৪৫৬)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
তিনবার সুবহানা রাব্বিয়াল আজিম বলতে যত সময় লাগে, তত সময় নামাযে চুপ থাকলে সাহু সিজদা ওয়াজিব হবে।
(২) যদি প্রতিষ্টান কর্তৃক কোনো বিধিনিষেধ না থাকে,তাহলে অন্যর খাতা দেখে প্রাকটিকাল করা যাবে।নতুবা জায়েয হবে না।